খারাপ প্রাণি। খারাপ মানে, নোংরা, ইতর এবং দূর্গন্ধময়...

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: শুক্র, ০৫/০৬/২০০৯ - ৩:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই পৃথিবীতে
যতটা ব্যাঙ থাকা দরকার, ততটা নেই
যতটা গরু
যতটা হনুমান
যতটা গাছ
যতটুকু পরিষ্কার জল
যতখানি ভালো বাতাস
যতখানি ফাঁকা জায়গা থাকা দরকার
নেই।

কেন? তুমি কে? তুমি পৃথিবী কিনেছ? হিসেব করতে বসলে পৃথিবীতে কতটুকু কি থাকার দরকার, তুমি কোন পোদ্দার?

তুমি সমানে বাচ্চা দিয়ে আর তোমার সারা জাত মিলে নাক-মুখ আর তোমার চরিত্র দিয়ে পায়খানা করে পৃথিবীটাকে খারাপ করে ফেলেছ। এতটা খারাপ যে আর ক...এই পৃথিবীতে
যতটা ব্যাঙ থাকা দরকার, ততটা নেই
যতটা গরু
যতটা হনুমান
যতটা গাছ
যতটুকু পরিষ্কার জল
যতখানি ভালো বাতাস
যতখানি ফাঁকা জায়গা থাকা দরকার
নেই।

কেন? তুমি কে? তুমি পৃথিবী কিনেছ? হিসেব করতে বসলে পৃথিবীতে কতটুকু কি থাকার দরকার, তুমি কোন পোদ্দার?

তুমি সমানে বাচ্চা দিয়ে আর তোমার সারা জাত মিলে নাক-মুখ আর তোমার চরিত্র দিয়ে পায়খানা করে পৃথিবীটাকে খারাপ করে ফেলেছ। এতটা খারাপ যে আর কারো সেটাকে একটুখানি ঝাট দিতেও রুচি হয়না। মাছিবসা দুর্গন্ধ বমির মতো করে ফেলেছ তুমি পৃথিবীটাকে।

তুই এতো মুর্খ কেনরে? তোকে কোন বুদ্ধি দেয়া হয়নি? সাড়ে চারশো কোটিবার সুর্যঘোরা পৃথিবীটাকে এই সেদিন এসে তুই গনীমতের মাগীর মতো খেয়ে ফেললি! তোর লজ্জা করে না!

আর এখন তুই হিসেব করিস এখানে কতটা কি আছে! আরো কয়টা গরু বিয়ানোর ব্যবস্থা করলে ঠিক তোর হারামখোর গোষ্ঠীর উদরপূর্তি হয়! তুই কে? পৃথিবীর মালিক নাকি রে তুই! যে, কে থাকবে আর কে থাকবেনা ঠিক করে দিবি তুই!

একদিন বেচে দেখা তো একা। তোর যন্ত্রপাতি আর কেমিকেল আর এটম বোমা নিয়ে বেচে দেখা তো একা একটা দিন!

৫০ বছরে ২০ লাখ কেমিকেল বানিয়ে ফেলেছিস তুই। ফেলবি কোথায় এখন? এখন বাচ্চা দিয়ে ঘাড়ে করে রাখিস। পৃথিবীর জায়গা শেষ। এখন বাতাস বানাতে শেখ। শ্বাস নিবি কোথায়! এখন একটা কোষ বানাতে শেখ নিজের। নিজেই তো হিসেব করে ঘাম ঝরালি কতরকম কেমিকেলে দুষিত তুই! এসব পৃথিবী আর পৃথিবীর গরুরা আর গরুর গায়ের পোকাগুলোও বানায়নি। এসব তোর নিজের বানানো।

আজ যে বাচ্চাটা জন্ম দিবি তুই, তার শরীরে থাকবে হাজার দু'হাজার রকমের বিষ। কিভাবে মরবে সে জানিস? তেমনভাবে মারার উপায় দোজখেও নেইরে উল্লুক। ওর রক্তেরা অক্সিজেন বইবেনা ঠিকমতো, ওর কোষগুলো মরে যাবে তাড়াতাড়ি, ওর চোখ দেখবে অস্পষ্ট, ওর কোষে কোষে খেলবে বিষ আর পোকা...। দোজখে ভালো মানুষকে হাজার শাস্তি দেয়া হবে, জানিস তো ! আফসোস! ৫০০ বছরেও আর তোর কোন ভালো বাচ্চা জন্মাবেনা ! আর সে তোর দোষেই রে ইতর! পৃথিবীটাকে ভালো রাখলিনা তুই!

এত তেলেসমাতি বিদ্যা তোর! ভালোমতো বেঁচে দেখা তো একটা দিন...খারাপ জীবন নিয়েও তো সেই ঠেলে গুতিয়ে ৬০ বছর...!!!

- অনার্য সঙ্গীত


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

আপনি ৬০ বছরের উপরে ১২০ বছর গড় আয়ুর একটা রেসিপি দিন। এটা আমাদের সবার দরকার। দিয়েই ফেলেন।



অজ্ঞাতবাস

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

১. কোনরকম বিষ শরীরে না নিয়ে জন্মান
২. বিষমুক্ত বাতাসে শ্বাস নিন
৩. বিষমুক্ত খাবার খান

(কুক্কুট আর গাড়ীচাপা জাতিয় দুর্ঘটনা না ঘটলে আরো বেশি বছর বাঁচবেন)

সুমন চৌধুরী এর ছবি
অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

কারন, থেমে যাওয়ার কোন কারন না থাকলে, সব চলমান জিনিস চলতেই থাকে... (এটি কিন্তু আমার কথা নয়, ধার করা। ১২০ বছরের বেশি বেঁচে থাকার রেসিপিটাও...)

সুমন চৌধুরী এর ছবি

কিসুই বুঝলাম না.........



অজ্ঞাতবাস

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

আমি সত্যিই দুঃখিত। দয়া করে ক্ষমা করবেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা কি পরিবেশ দিবসের লেখা? ব্যাতিক্রমী বলতেই হয়। তবে বুদ্ধিসুদ্ধি কম তো, ঠিক বুঝলামনা চিন্তিত

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

বুঝতে না পারার জন্য দায়ী একান্তই লেখার 'নিন্ম মান'। ভাল করার চেষ্টা করব (যদিও জানি দেবরাজ্যে দৈব হয়ে ওঠা হবেনা কখনোই)...

লেখাটা আসলে ক্ষোভ প্রকাশের চেষ্টা। বিষয়টি পরিবেশ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেখকের নাম কই?
এইটা কি অনার্য্য সঙ্গীতের লেখা? নামটা চেনা চেনা লাগতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

নাম লিখতে ভুলে গিয়েছি ! প্রথমবার লিখছি সচলায়তনে !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম... এবার চিনে গেছি... মনে হয় রতনে রতন চেনে... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

বাংলামোটরের ছোলা ভাজার দোকানটা আমি বেশি ভাল চিনি ভাই। বলেন কখন আসব... দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমারে ভায়োলিন বাজায়ে শোনাতে রাজী হলে কেজির দরে ছোলা ভাজা খাওয়াবো...
আর শেখাইতে রাজী হইলে ছোলার বাগান করে দিবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

কবুল। (অন্ততঃ গতবারের মতো বলেননাই যে, খুন করে ফেলব দেঁতো হাসি)

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

ভাই, খুব বেশি সম্ভাবনা হচ্ছে, বাজাতে শুরু করলেই বলবেন, নিঃশব্দে বাজাতে। যদি ভদ্রতা করে তা না-ও বলেন, তারপরও কি মানুষের কানের উপর আমার নির্যাতন করা উচিৎ !!!

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

প্রিয় সঙ্গীত,
ক্ষোভ প্রকাশের চেষ্টা চলতে থাকুক।
-ভাই

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

ভাই,
চলতে থাকবে। সমস্বর বলেই...

পুতুল [অতিথি] এর ছবি

পৃথিবীটা আমরা মানুষরা দোযখ বানিয়েছি- খাঁটি কথা।
আপনার ক্ষোভ চলতে থাকুক।

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

ধন্যবাদ। প্রার্থনা করুন যেন ক্ষোভ প্রকাশের কারণগুলো শেষ হয়ে যায়...

স্পর্শ এর ছবি

ক্ষোভ এবং তার প্রকাশ ভালো লেগেছে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

ধন্যবাদ। আসুন সমস্বর হই...

জি.এম.তানিম এর ছবি

সহমত!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

লেখার টোনটা ভালো লাগছে। টপিকের সাথে খুব যুতসই।

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

তীরন্দাজ এর ছবি

আমার কাছে ভালো লেগেছে আপনার লেখাটি। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অকারণে নয় একেবারেই। যদি আমাদের কপাল ভালো হয়, তাহলে এ ক্ষোভের মাঝেই বোধের ফুল ফুটবে একদিন। আর নাহলে কি হবে, তাতো জানিয়েই দিলেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

সেপাই [অতিথি] এর ছবি

আমার মাঝে মাঝে মনে হয় স্রষ্টা আদমকে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠান নাই, বরং স্বর্গটাকেই পৃথিবীতে রূপান্তর করে দিয়েছেন, আর মানুষ সেই অধঃপতনের ধারা অব্যাহত রেখে এখন পৃথিবীকে নরকে রূপান্তর করতেছে। শেষে মানুষের বানানো এই নরকেই মানুষের শাস্তি হবে!
আমি জানি এগুলো সব আজগুবি চিন্তা, তবে মানুষ জাতী যদি আর একটু দূরদর্শী হতো তাহলে এই পৃথিবীকে আবার স্বর্গ বানানো অসম্ভব ছিল না। এখনো সময় আছে, কিন্তু আমেরিকার মতো দেশ, যারা পৃথিবীর ৫ ভাগ মানুষ নিয়ে ৩০ ভাগ পরিশেব দূষণের জন্য দায়ী, তারা যখন পরিশেব দূষণ রোধে আন্তর্জাতিক চুক্তিতে অংশগ্রহণ করতে চায় না তখন বুঝতে বাকি থাকেনা.. পৃথিবীর ভাগ্যে নরক হওয়া ছাড়া আর কিছু নাই :-<

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

সহমত।

রানা মেহের এর ছবি

ওরে বদ ওরে শয়তান
একটা থাপ্পড় মেরে পাকনামো ছুটিয়ে দেবো

অফ টপিক - লেখা অতি ভালো হয়েছে। চালিয়ে যা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

আমি তোমার হাতে চকলেট এবং চড়ের ককটেল খেতে খুবই পছন্দ করি দেঁতো হাসি

তানবীরা এর ছবি

বুঝি নাই ঠিক তবে সব্বাই যখন বলছে ভালো তখন নিশ্চয়ই ভালো ঃ)। সচলে স্বাগতম।

---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

অভ্যর্থনার জন্য ধন্যবাদ। হাসি

বেগুনী-মডু এর ছবি

লেখকের নাম লেখার শেষে জুড়ে দেওয়া হল।

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।