ফুরুতা, জানতে না এ পৃথিবী মানুষের নয় !!!

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: বিষ্যুদ, ১৮/০৬/২০০৯ - ৮:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফুরুতা, আমি নির্লজ্জের মতো তোমার কাছে ক্ষমা চাইছি...
আমিও ওই পাঁচটি প্রাণির সঙ্গে একই বাতাসে নিঃশ্বাস নেই...

তুমি যেখানে আছো, সেখানে তোমার মতো আরো দুই লক্ষ ঈশ্বরী আছেন আমার দেশের...তাঁদের উপর যারা নির্যাতন করেছিল, তারাও আজও নিঃশ্বাস নিচ্ছে এই বাতাসেই...

ফুরুতা, আমি অত্যন্ত নির্লজ্জের মতো তোমার কাছে ক্ষমা চাইছি...

(এই লিংকটি একটি ফেসবুক গ্রুপের। গ্রুপটি fake নয়। উইকিপিডিয়াতেও এই ঘটনাটির ব্যপারে তথ্য আছে। আগেই বলে রাখছি জুংকো ফুতুরা নামের ১৬ বছরের মেয়েটির কি হয়েছিল সেটি জানতে আপনার ভাল লাগবে না। তীব্র ঘৃণা-লজ্জা-ক্ষোভ আর প্রতিশোধস্পৃহার মানসিক যন্ত্রনা সহ্য করতে না চাইলে লিংটিতে প্রবেশ করবেন না। )

- অনার্য্য সঙ্গীত


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তারা এখন ফ্রি এই খবরটা ডিস্টার্বিং কেন? তারা কি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়নি? ক্যাপিটাল পানিশমেন্টের যারা বিরোধীতা করেন এই বিচারের রায়ে তাদের বক্তব্য কী ছিল?

অপরাধের মাত্রা আসলে কোন স্কেল দিয়ে পরিমাপ করা যায়না। পুলিশ/ড়্যাব দিয়ে নিরীহ মানুষ ধরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলা কিংবা চুরির অপরাধে গণপিটুনি দিয়ে মেরে ফেলা কোনটাই এই ঘটনার চেয়ে কম নির্মম নয়। সরি, কিছু মনে করবেন না। আপনার লেখাকে নয়, এই পোস্টের প্রাসঙ্গিকতা আমার কাছে শূন্য, তাই এভাবে বললাম।

বাই দ্য ওয়ে, শিরোনামে মেয়েটার এক নাম, আবার ভেতরে অন্য নাম কেন? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

নতুন লেখকদের যে সমস্যা ! অনেক আবেগী হয়ে লিখতে গিয়ে নামের ভুলটি করেছি। আসল নামটি ফুরুতা, যেটি ভেতরে আছে। এই ভুলের জন্য আমি সত্যিই দুঃখিত।

আপনার ব্যক্তিগত চিন্তার কারণটি মনে হয় বুঝতে পারছি। শ্লেষটিও সেখানেই, কেউ সামান্য আঘাত করেই কাউকে মেরে ফেলতে পারেন আবার মেরে ফেলতে না চাইলেও কারো তীব্র নির্যাতনে কেউ মারা যেতে পারে। এই দুটি ঘটনারই বিচার কেবল ‌‌‌‌'মেরে ফেলার ইচ্ছে ছিল কিনা' সেই হিসেব করে করা যায় না !!!

বেগুনী-মডু এর ছবি

শিরোনামে নামের বানান শুধরে দেওয়া হল। লেখা প্রকাশের পর যেকোন রকম পরিবর্ধন-পরিমার্জনের জন্য মডুদের দৃষ্টি আকর্ষণ করুন, কিংবা -এ ইমেইল করুন।

লেখার শেষে নিজের নাম দিতে ভুলবেন না যেন।

সচলায়তনে স্বাগতম।

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

নামটিও কি জুড়ে দেয়া যায়? আমার প্রথম লেখাটিতেও নাম দিতে ভুলে গিয়েছিলাম। সেটি ঠিক করে দেবেন বলে একটা মেইল ও পেয়েছিলাম। অনেক ব্যস্ততার জন্য বোধহয়...
কতদিন অতিথি লেখকের ঘানি টানতে হবে কে জানে ! লেখক নই মানছি, কিন্তু কতকাল অতিথি থাকব আর?

হলুদ-মডু এর ছবি

কতদিন অতিথি লেখকের ঘানি টানতে হবে কে জানে ! লেখক নই মানছি, কিন্তু কতকাল অতিথি থাকব আর?

অতিথি লেখকের স্ট্যাটাস একটা পর্যায় মাত্র। এটাকে ঘানি টানা মনে করার কোন কারণ নেই।

মনের আনন্দে লিখতে থাকুন। মন্তব্য করতে থাকুন।

ধন্যবাদ।

সাইফ এর ছবি

দাদা, আপনার অতিথি অবস্থা নিয়ে মনে হচ্ছে খুব হীনমন্যতায় ভুগছেন, আপনার লেখাও আসছে, আপনার মন্তব্যও আসছে, শুধু মডু দাদারা একটু চোখে চোখে রাখছেন আপনাকে, এর মধ্যে খারাপ কিছুতো আমি দেখছি না, যে অবস্থানেই থাকুন না কেন, খুশি ঠাকার চেষ্টা করুন। আপনাকে মন ভালো করার জন্য জনৈক অতিথি দাদার লেখা দেই, পড়ুন, নিজের অবস্থান নিয়ে তখন আর এরকম লাগবে না।

http://www.sachalayatan.com/guest_writer/21187

মন যদি না ভরে, এইটা পড়েন, হে হে হে, মাথা ঠান্ডা হবে।

http://www.sachalayatan.com/sondesh/20841

বেগুনী-মডু এর ছবি

এই লেখায় নাম জুড়ে দেওয়া হল। আপনার এই লেখাটিতেও নাম জুড়ে দেওয়া হল। এটার কথাই কি বলছিলেন?

সচলায়তন একটি বিশাল পরিবার। প্রতিটি পরিবারের মতই এখানেও অতিথি আসেন, মিথষ্ক্রিয়া করেন, সময়ের পরিক্রমায় অতিথি থেকে পরিবারের মানুষে পরিণত হয়ে যান।

পরিবারের মতই এখানেও অতিথিকে প্রথমে নিজে উপস্থিত থেকে বাড়ি ঘুরিয়ে দেখানো হয়, সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। মডুদের কাজ সেটুকুই। এই আতিথ্যকে ঘানি টানা ভেবে ভুল করবেন না।

মামুন হক এর ছবি

খুবই ডিস্টার্বড হলাম, আমার আসলে লিঙ্কটায় ক্লিক করাই উচিৎ হয়নি।

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

সাবধান করেছিলাম ! আমিও ভুক্তভোগী ! মন খারাপ

অনীক আন্দালিব এর ছবি

আমি গতকালই ফেসবুকে দেখেছি। ভয়াবহ এবং ভীষণভাবে নারকীয়। এই পশুরূপী মানুষগুলো নিশ্চিৎ সাইকোপ্যাথিক কিলার। তাদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখে, জুভ্যেনাইল কারাগারে রেখে ছেড়ে দেয়া হলো। পুরো ব্যাপারটায় নিষ্ঠুরতা কে বেশি করলো, ঐ ছেলেগুলো না বিচারক, সেটা আমি ঠিক করতে পারি নাই।

লুৎফুল আরেফীন এর ছবি

লিঙ্কটায় ক্লিক করার জন্য এখন আফসোস হচ্ছে!

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

নিজের ভেতর তীব্র ঘৃণা আর ক্রোধ যে কত যন্ত্রনাদায়ক হতে পারে তা আমি নিজেও উপলব্ধি করেছিলাম। সত্যি কথা হচ্ছে ফুরুতার সবটুকু কাহিনি আমি পড়িনি। পড়তে পারিনি...

বিপ্লব রহমান এর ছবি

মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রেনেট এর ছবি

মনটাই খারাপ হয়ে গেল
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আরিফ জেবতিক এর ছবি

৭১ সালে পাকি আর তাদের জারজ জামাতিদের ক্যাম্পে ক্যাম্পে এরকম লক্ষ ফুরুতা নির্যাতিত হয়েছিল।
ফুরুতা হত্যার বিচার হয়েছিল কি না জানি না , কিন্তু আমরা যেন আমাদের বিচারগুলো করে যেতে পারি।

সাইফ এর ছবি

আপনার সাথে একমত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ফেসবুকের হাইলাইটসে দেখে ক্লিক করেছিলাম, এবং পড়েছিলাম প্রোফাইল। সাথে সাথে কী অনুভূতি হয়েছিলো, সেটা উপরে আরিফ ভাই বলেছেন।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সবার মন্তব্য দেখে আর ঢুকতে ইচ্ছে করছে না।
এইসব খবর ভাল্লাগে না।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শামীম রুনা এর ছবি

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

তানবীরা এর ছবি

আমরা জীবন নিয়ে কতো কমপ্লেইন করি, আজ মনে হচ্ছে কতো ভালো আছি আমরা। গায়ের সব লোম শিরশির করছে এখনো।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

বেগুনী-মডু লিখেছেন:
সময়ের পরিক্রমায় অতিথি থেকে পরিবারের মানুষে পরিণত হয়ে যান...
...এই আতিথ্যকে ঘানি টানা ভেবে ভুল করবেন না।

ক্ষমা করুন হযরত
আপনার বাণীরেই করেছি গ্রহন
আপনার দেখানো পথ

খালি মন খারাপ হুয়ে যায় আমার লেকা জমা দেবার পর ছাপা হতি যকন দেরি হয়...

মুশফিকা মুমু এর ছবি

সবার কমেন্ট পড়ে বুঝে নিলাম, আর লিংকে গেলাম না। সব ইবলিশ
মন খারাপ

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

শিক্ষানবিস এর ছবি

................................

স্নিগ্ধা এর ছবি

অনার্য্য সঙ্গীত - আপনার পোস্টটির কারণেই ফুরুতা'র ঘটনাটা আমার জানা হলো, নাহলে হতো না। ধন্যবাদ, সেজন্য!

আমাদের দেশে বা পৃথিবীর সবখানেই বহু বহু মানুষ, নারী পুরুষ দুইই, এ ধরনের - কী বলবো 'অত্যাচার' শব্দটাও বোধহয় এক্ষেত্রে আন্ডারস্টেইটমেন্ট হয়ে যায় - এইসব নারকীয়তার মধ্যে দিয়ে যায় - কিন্তু শুধু সেজন্যই ফুরুতার ঘটনাটা আমার কাছে যে কোন একটা ঘটনা হয়ে যায় না। প্রত্যেকটা ঘটনাই আসলে এক একটা মানুষের গল্প। কিছু করতে পারি বা না পারি, সেই মানুষগুলোর জন্য কষ্ট পেতে অন্ততঃ পারি, সেটাই পাচ্ছি এই মুহূর্তে। তাতে হয়তো কোনই লাভ হবে না, না হোক।

তবে এই কাহিনী পড়ে কষ্ট ছাড়াও দু'একটা জিনিষ আরো হলো - '৭১ এর কুকুরগুলোর শাস্তি হওয়ানোর জন্য কিভাবে ইনভলভড হওয়া যায় সেই সংকল্প এবার একেবারে কাজে পরিণত করার ইচ্ছে হলো, আর - 'মানুষ' জিনিষটা কী দিয়ে তৈরী আসলে, অযুত নিযুতবারের মতো আবারও সেটা জানার একটা তীব্র কৌতূহল হলো!

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

.....................

স্বপ্নাহত এর ছবি

কয়েক লাইন পড়ার পর আর এগোতে পারিনি...
তারপরও ধন্যবাদ। ঘৃণার আগুনটুকুকে আরেকটু উসকে দেবার জন্য। বেঁচে থাকতে যেন এইসব নরপশুদের প্রতি ঘৃণার পরিমাণে একটুও ঘাটতি না পড়ে।

অফটপিক: কিছু যদি মনে না করেন আপনার "অনার্য্য সঙ্গীত" নামকরণের পেছনের কারণটা বলবেন কি। নিতান্তই কৌতূহল থেকে জানতে চাওয়া। আমি যদি ভুল না করে থাকি আপনার আর আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এ অন্তত একজন মিউচুয়াল ফেন্ড আছে। সেভাবেই আপনার নামটা প্রথম দেখা। অনাবশ্যক কৌতূহলটাও তখন থেকেই। হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অনার্য সঙ্গীত এর ছবি

অনেক দুঃখিত দেরিতে জবাব দেয়ার জন্যে। আসলে এই কমেন্টটি আমার চোখ এড়িয়ে গিয়েছিল। আমি সত্যিই দুঃখিত মন খারাপ

স্বপ্নাহত লিখেছেন:
কয়েক লাইন পড়ার পর আর এগোতে পারিনি...

ফুরুতার গল্প আমিও পুরোটা পড়তে পারিনি। মন খারাপ

স্বপ্নাহত লিখেছেন:
অফটপিক: কিছু যদি মনে না করেন আপনার "অনার্য্য সঙ্গীত" নামকরণের পেছনের কারণটা বলবেন কি...

বিশেষ কোন কারণ নেই। ফরমায়েশি লেখা ছিল দীর্ঘদিনের রোজগারের উপায়, সেসময় থেকেই নামটি চলতে চলতে চালু হয়ে গেল... গুণের পরিচয় তো নেই, তাই ভাবলাম নামেই সই হাসি । ফেসবুক একাউন্টটিও বোধহয় আমারই। এই নামে আর কোন একাউন্ট আমি দেখিনি।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।