মুক্তিযুদ্ধ উইকিয়াতে সবাইকে স্বাগতম

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: শুক্র, ২০/০৭/২০০৭ - ৪:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto
নিমন্ত্রণ রইলো, মুক্তিযুদ্ধ উইকিয়াতে!!!

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের ব্যাপারে ইন্টারনেটে খুব বেশি উদ্যোগ দেখা যায়নি। ১৯৭১ এর এই মহান মুক্তিযুদ্ধ আমাদের দেশ ও জাতির জন্য একটা বিশাল ব্যাপার। এই মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কথা সংরক্ষণের দায়িত্বটা আমাদেরই।

মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে ওয়েবসাইট খুব অল্পই আছে। বাংলা উইকিপিডিয়া প্রজেক্টের সাফল্য প্রমান করেছে, উইকি-প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইটের মাধ্যমে অনেক মানুষের সমবেত প্রয়াস খুব বড় কিছু গড়ে তুলতে পারে।

উইকিপিডিয়ার মতো বিশ্বকোষের ভুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য উল্লেখযোগ্যতার মাপকাঠি আছে, যাতে হয়তো আমাদের গ্রামে গঞ্জের হাজারো মুক্তিযোদ্ধার নাম আসবে না। কিন্তু তাঁদের কথাও তো তুলে ধরতে হবে। এভাবে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ণ ইতিহাস তুলে ধরাটা আমাদের কর্তব্য।

এই লক্ষ্যে আমরা শুরু করেছি মুক্তিযুদ্ধ উইকিয়া, যা উইকিপিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান উইকিয়ার অধীনে হোস্ট করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার এই সাইটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যেই আমি, এবং বাংলা উইকিপিডিয়ার আরো দুইজন প্রশাসক - বেলায়েত ও মুহাম্মদ - সাইটটির ইন্টারফেস পুরাপুরি বাংলাতে অনুবাদ করে দিয়েছেন। দয়া করে সাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন, এবং প্রধান পাতার লাল লিঙ্ক করা নিবন্ধ গুলো শুরু করুন, অথবা নিবন্ধ শুরুর ফর্মে নিবন্ধের শিরোনাম লিখে শুরু করুন। ইতিমধ্যে ১৯টি নিবন্ধ শুরু হয়েছে, আরো অনেক গুলো বাংলা উইকিপিডিয়া থেকে নিয়ে এসে শুরু করা হবে।

মহান মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণ অনেক। অন্তত অল্প করে হলেও সেই ঋণ শোধ করুন। ৩০ লাখ শহীদের আত্মা তাতে কিছুটা হলেও শান্তি পাবে।

সমস্যা হলে আমাকে আমার আলাপ পাতায় জানান।


মন্তব্য

হাসিব এর ছবি

- স্যালুট
- বাংলায় ইউজার নেইম দেয়া কি সম্ভব ?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অরূপ এর ছবি

আমার সাইটটা দেখলাম গায়েব হয়ে গেছে.. মন খারাপ
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

রাগিব এর ছবি

অরূপ

৭ই মার্চের ভাষণ তো পুরাটাই আছে। http://muktijuddho.wikia.com/wiki/৭ই_মার্চের_ভাষণ । আপনি কোনটার কথা বলছেন? এখন পর্যন্ত আপনার সম্পাদনার কিছুই তো হারিয়ে যায়নি।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

হিমু এর ছবি

Anderson Paper একটা দারুণ দলিল, ১৯৭১ এ নিক্সন সরকারের পাকিস্তানতোষণের ওপর।


হাঁটুপানির জলদস্যু

মুহম্মদ জুবায়ের এর ছবি

রাগিব, আমি কীভাবে সাহায্য করতে পারবো জানি না। সময়ের খুব আকাল, এই সাইটটা এখন পর্যন্ত শুধু এক নজর দেখার সময় করতে পেরেছি। জানি না এর মধ্যেই শুরু হয়েছে কি না, আমি ভাছিলাম মুক্তিযুদ্ধ-সংক্রান্ত যাবতীয় বইপত্রের - গবেষণা-প্রবন্ধ-গল্প-উপন্যাস-কবিতা-স্মৃতিচারণ ইত্যাদি - একটা তালিকা করা যায়। বাংলা-ইংরেজি সব ভাষায় এবং যে কোনোখান থেকে প্রকাশিত। এমন অনেক বইয়ের কথা জানি যেগুলো আর পাওয়া যায় না, তবু তারা তালিকাভুক্ত হতে পারে। এগুলো রেফারেন্স হিসেবে কাজে আসবে।

মতামত জানাবেন।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

রাগিব এর ছবি

জুবায়ের ভাই,
মুক্তিযুদ্ধের বইপত্র বিভাগ রাখছি একটা। আপাতত কর্মতালিকাতে দুই-তিনটি বই আছে প্রথম পাতায়। তবে অন্য যে কোনো বইয়ের ব্যাপারে নিবন্ধ শুরু করে দিতে পারেন নীচের দিকের বক্সে শিরোনাম লিখে।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

মেহদী হাসান খান এর ছবি

ভালো উদ্যোগ রাগিব ভাই।

উইকিতে বাংলা ডিকশনারি প্রজেক্টটা কবে শুরু করবেন? খুব দরকার ভাই...

দ্রোহী এর ছবি

রাগিব ভাই, কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা নেই!

কেন জানি মনে হচ্ছে, মুক্তিযুদ্ধ উইকিয়া একটি চমৎকার গো-চারন ভুমি। সুতারাং, আশা করছি গরু-ছাগল দুর করার জন্য দু একজন নিবেদিত প্রাণ রাখাল এর ব্যবস্থা করে রাখবেন।


কি মাঝি? ডরাইলা?

রাগিব এর ছবি

দ্রোহী - আমি ছাড়াও মুক্তিযুদ্ধ উইকিয়াতে বাংলা উইকিপিডিয়ার দুইজন প্রশাসক - বেলায়েত ও মুহাম্মদ - প্রশাসনিক কাজ করছেন। কোনো রকমের ট্রোলিং প্রতিরোধ অবশ্যই করা হবে।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।