মুক্তিযুদ্ধের ইতিহাস লেখাটা ৩৮ বছর ধরে অসমাপ্ত রয়ে যাওয়া একটা কাজ -- নানা কারণে নানা সময়ে বিকৃত হয়েছে ইতিহাস, আর আজ শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের ইতিহাস লেখার অপচেষ্টা। তাই আসুন, তথ্যপ্রযুক্তির সুবিধা নিয়ে উইকিপিডিয়াকে ভিত্তি করে লিখি মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস।
--
(পর্ব ১)
উইকিযুদ্ধের দ্বিতীয় পর্বে থাকছে সেক্টরভিত্তিক তালিকা। কাজের সুবিধার্থে বেশ কিছু সেক্টরে ভাগ করা হচ্ছে, পছন্দমতো সেক্টর বেছে শুরু করে দিন কাজ।
শর্তাবলী
১) তথ্যসূত্র হতে হবে শক্তপোক্ত, যাতে কেউ সেটা অনির্ভরযোগ্য বলে সরাতে না পারে। ব্যক্তিগত স্মৃতিচারণ বা শোনা কথা তাই যোগ করা চলবে না, বরং বই পত্র বা পত্রিকা থেকে রেফারেন্স দিতে হবে।
২) যাতে নিরপেক্ষ ও একাডেমিকভাবে গ্রহনযোগ্য একটা তথ্যভাণ্ডার গড়ে তোলা যায়, সেই জন্য লিখতে হবে নিরপেক্ষ ভাষায়, আবেগের আধিক্যের চাইতে চাঁছাছোলা নগ্ন সত্যকে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের সত্য ঘটনাগুলোই এতো অভাবনীয়, সেগুলোর সরাসরি বর্ণনাই যথেষ্ট।
৩) কোনো খান থেকে কপি পেস্ট করা যাবে না, তবে কোনো তথ্য সূত্র উল্লেখ করে নিজের ভাষায় একটু অন্যরকম ভাবে লিখতে সমস্যা নেই।
টিউটোরিয়াল
উইকির মার্কাপ খুব সহজ, সম্পাদনা ফর্মের উপরে টুলবারে ক্লিক করেই কাজ চালানো যায়। আর সহজ একটা টিউটোরিয়াল পাবেন এখানে।
নিবন্ধের গড়ন
উইকিপিডিয়ার নিবন্ধের গড়ন মোটামুটি ভাবে এরকম
শুরুর প্যারা - এখানে থাকবে পুরো ভুক্তির একটি সংক্ষিপ্ত (৩/৪ বাক্যের) সারসংক্ষেপ। যেমন, জীবনী নিবন্ধে ব্যক্তির নাম, জন্ম/মৃত্যু তারিখ, কী তার পরিচয়, এসব নিয়ে কয়েকটি বাক্য।
ভেতরের অনুচ্ছেদ - ব্যক্তি জীবনীতে প্রাথমিক জীবন, পড়ালেখা, কর্মক্ষেত্র, অবদান ইত্যাদি অনুচ্ছেদ থাকতে পারে।
বহিঃসংযোগ - এই অনুচ্ছেদে এই ভুক্তির সাথে জড়িত লিংক থাকবে
তথ্যসূত্র - নিবন্ধের বিভিন্ন স্থানে দেয়া রেফারেন্সগুলো এখানে স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
ক্যাটেগরি - বিষয়শ্রেণী যোগ করতে হবে এখানে [[Category:বিষয়শ্রেণীর নাম]] এরকম ট্যাগ ব্যবহার করে
আন্তঃউইকি সংযোগ - অন্য ভাষার উইকিতে ভুক্তিটির নাম। যেমন , ইংরেজিতে দিতে হলে [[en:name in English]] এভাবে দিতে হবে।
যথারীতি কালার কোডে দেয়া হলো - লাল মানে ভুক্তিটি নেই। হালকা সবুজ মানে আছে কিন্তু ভালো করে নেই। গাঢ় সবুজ মানে ভালো করে আছে।
সেক্টর ১ - পটভূমি
সেক্টর ২ - স্থান
মেলাঘর ক্যাম্প | Melaghar camp | ||
সেক্টর ৩ - সংগঠন
মিত্র বাহিনী | Mitro Bahini | ||
কাদেরিয়া বাহিনী | Kader Bahini | ||
হেমায়েত বাহিনী | Hemayet Bahini | ||
স্বাধীন বাংলা ফুটবল দল | Swadhin Bangla Football Dal | ||
সেক্টর ৪ - মুক্তিযোদ্ধা ও সংগঠক জীবনী
মাগফার আহমেদ চৌধুরী (শহীদ আজাদ) | Magfar Ahmed Chowdhury | ||
আবদুল হালিম চৌধুরী (শহীদ জুয়েল) | Abdul Halim Chowdhury | ||
সেক্টর ৫ - সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র ও নাটকে মুক্তিযুদ্ধ
জয় বাংলা (স্লোগান) | Joy Bangla | ||
স্টপ জেনোসাইড | Stop Genocide (সূত্র) | ||
সেক্টর ৬ - যুদ্ধের বিভিন্ন অভিযান
কামালপুর যুদ্ধ | Battle of Kamalpur | ||
সারুলিয়া অপারেশন | Sarulia mission | ||
হোটেল ইন্টারকন্টিনেন্টাল অপারেশন (সূত্র) | Hotel Intercontinental mission | ||
মন্তব্য
সাথে আছি রাগিব ভাই।
ভালো থাকবেন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভাইয়া, উইকিতে বুদ্ধিজীবী হত্যার উপর দুটো পোস্ট হয়ে গেছে। একটা ''বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা'' আরেকটা ''বুদ্ধিজীবী হত্যাকাণ্ড''। একটাতে রেফারেন্স বেশি।আরেকটাতে বুদ্ধিজীবীদের নামের তালিকা বড় কিন্তু এটাতে বুদ্ধিজীবীদের পেশা উল্লেখ করা হয় নি। দুটোকে সমন্বয় করতে হবে।
আমিই তানভী |
রাগিব ভাই,
দুঃখিত সরাসরি উইকিতে লিখতে পারব না। তবে আপনাদের বা যারা উইকিপিডিয়ায় লেখেন তাদের যেন রেফারেন্সের জন্য দৌড়াদৌড়ি করতে না হয় সে ব্যবস্থা কয়েকদিনের মধ্যে করে দিতে পারব বলে মনে হয়।
---নীল ভূত।
রাগিব ভাই,
কাদেরিয়া বাহিনী নিয়ে নিবন্ধ তৈরি হয়েছে আগেই। তালিকায় তা হালকা সবুজ করে দেওয়া যেতে পারে।
বাংলা উইকিপিডিয়ায় কাদেরিয়া বাহিনী http://bit.ly/6CYMSn
কাদেরিয়া বাহিনী নিয়ে কিন্তু আজকেই ভুক্তিটি হয়েছে ... এই পোস্ট দেয়ার পরেই। যে ব্লগার শুরু করেছেন, তাঁকে অনুরোধ আরেকটু সময় দিয়ে লেখাটাকে সমৃদ্ধ করে দিলে খুব ভালো হয়।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
এ পোস্টটাকেও কি আর ক'দিন স্টিকি করে রাখা যায় না ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রাগিব ভাই, একটা ভুক্তির কিছু তথ্য ও তথ্যসূত্র নিয়ে আমি একটু দ্বিধাগ্রস্ত। এই তথ্য আর তথ্যসূত্র নিয়ে আলোচনা করে দ্বিধা দূর করা প্রয়োজন মনে করছি। আমি দুঃখিত যে বুঝতে পারছিনা কথাগুলো আমি কোথায় বলবো, আপনার টক পেইজে, ডিসকাসন ট্যাবে গিয়ে (গিয়েছিলাম, ওখানে দুজনের মন্তব্য দেখলাম, একটা মন্তব্য ২০০৬ এ করা, আর আরেকটা মনে হলো কোনো জামাত-শিবির-প্রেমিকের করা।), নাকি এখানে ? দ্বিধা সত্ত্বেও কিছু তথ্য আমি যোগ করে ফেলেছি, যদি দেখা যায় যে তথ্যগুলি যোগ করা ঠিক হয়নি , তাহলে মুছে দেব, বা কেউ হয়তো মুছে দেবেন। ঐ ভুক্তির তথ্য নিয়ে এখানেই কথা বলবো কি ?
সংশ্লিষ্ট ভুক্তির আলাপ পাতাতেই মন্তব্য করুন, কারন তাতে করে অন্য উইকিপিডিয়ানেরাও আলোচনা করতে পারবে। এখানে আলোচনা করলে ব্লগারদের ফিডব্যাক পাবেন, কিন্তু উইকিপিডিয়ানদের, মানে যারা সম্পাদনার কাজটি করবেন তাদের বক্তব্য পাবেন না।
জামাত পন্থীদের নিয়ে মাথা ঘামাবার কারণ নেই। উইকিতে সব কিছু তথ্যসূত্রের ভিত্তিতে হয়, কাজেই তাদের ছাগুইতিহাস/মন্তব্য ধোপে টিকবেনা।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
বুঝতে পারছি।
ঠিক আছে রাগিব ভাই, ঐ ভুক্তির আলাপ পাতাতে লিখবো। ধন্যবাদ আপনাকে।
স্টপ জেনোসাইড মোটামুটি একটা ফরম্যাট দাঁড়া করানো গেছে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কিন্তু একনো অনেক কিছু যেমন তথ্যসূত্র বাকি আছে। তথ্যচিত্রটির বিষয়বস্তু আসলে কী ছিলো, তা বোঝা যাচ্ছে না। আমি টিভিতে দেখেছিলাম ছোটবেলাতে, অনেকটা টেলিগ্রামের ধাঁচে জহির রায়হান ইংরেজিতে বলছিলেন। এই তথ্যচিত্রের উপরে চিত্রসমালোচক বা এরকম কারো আলোচনা নিবন্ধ কি নেই? তার থেকে রেফারেন্স দেয়া দরকার।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
খুঁজবো, আর আসলে এম্নিতেই অনেক কিছু লেখা যেত, কিন্তু রেফারেন্স ছাড়া তো মনে হয় লেখা ঠিক না। আমি আগের ভুক্তি প্রায় পুরোটাই এডিট করে ফেলেছিলাম- রেফারেন্স সহ।
আর এইমাত্র দেখলাম আরেকটা প্যারা আবার যোগ করা হয়েছে- ফিল্ম হারানোর ব্যপারে। তবে এডিটর কোন রেফারেন্স দেন নি।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
রাগিব ভাই,
আমার হাতের কাছে থাকা বইটির সাহায্য নিয়ে 'মুক্তিযুদ্ধের কালানুক্রম' ভুক্তিটি সম্পাদনা করছি। রেফারেন্সিং ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। কোনো পরামর্শ থাকলে অনুগ্রহ করে জানাবেন।
রাগিব ভাই, কয়েকজন সচল অনুবাদে আগ্রহ দেখিয়েছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের কাজ চলার পাশাপাশি যে যে ভুক্তিগুলো মোটামুটি দাড়িয়ে গেছে সেগুলোর লিঙ্ক দিয়ে দিলে তারা বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলার ভুক্তিগুলো অনুবাদ করে ফেলতে পারবেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
প্রগ্রেস রিপোর্ট (উইকিযুদ্ধ পর্ব ২)
1969_uprising_in_East_Pakistan
কাদেরিয়া বাহিনী
জয় বাংলা
স্টপ জেনোসাইড
ব্যাস। এইটুকুই
যারা লেখার ব্যাপারে সাহায্য চান, বলুন এখানে কিংবা উইকিতেই, যথাসম্ভব সাহায্য করা হবে। কিন্তু ৫টি মিনিট দিন, এইটাই ভিক্ষা চাচ্ছি। কালকে করবেন তা না ভেবে আজই সময় দিন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
জয় বাংলার জন্মকথা যুক্ত করলাম ।
মুক্তিযোদ্ধাদের জয়বাংলা শ্লোগানের একটা ভিডিও আছে , এটা কি যুক্ত করবো ?
অনুবাদ সেক্টরের কেউ এই ভুক্তিটি ইংরেজিতে দিন Joy bangla .
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মানিক ভাই, ভুক্তিটাকে উইকি-উপযোগী করার চেষ্টা করলাম। পড়ে দেখবেন।
সিরাজুল আলম খান এর ভুক্তিটাকে সম্পাদনা করুন কেউ। কোনো তথ্যসূত্র নেই, কেবল স্তুতি দিয়ে ভরা।
ধন্যবাদ । এই ভুক্তিতেও সিরাজুল আলম খানের কথা ছিল 'কথিত আছে ' হিসেবে এবং সূত্র কার্যকর না বিধায় সম্পাদনা করলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
WCSF এর ই-লাইব্রেরীতে হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ – দলিলপত্র – অষ্টম খন্ডটি যুক্ত করা হয়েছে। খন্ডটিতে গনহত্যা এবং বিভিন্ন যুদ্ধের বর্ণনা রয়েছে যা উইকির ভুক্তির রেফারেন্স হিসেবে কাজে লাগবে। সবাইকে বইটি পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি।
রাগিব ভাই, আমার আরো একটা প্রশ্ন ছিল।
এটা বেশ কয়েকদিন আগের কথা। সাঈদীর ইংরেজী ভুক্তিতে আমি কিছু তথ্য যোগ করেছি। কিন্তু আগেই ছিল এমন কিছু তথ্যের ব্যাপারে আমার সন্দেহ আর কিছু প্রশ্ন আছে। যে তথ্যের ব্যাপারে আমার প্রশ্ন আছে, সে তথ্যের সূত্র কিন্তু ভুক্তিতে দেয়া ছিল না। যেহেতু তথ্যসূত্র দেয়া নেই এবং তথ্যের ব্যাপারে সন্দেহ ও প্রশ্ন জেগেছে, তাই ভাবছিলাম, এডিট সামারিতে আমার সন্দেহ জানিয়ে তথ্যগুলি মুছে দেব কিনা বা ঐ জায়গায় অন্য তথ্য দেব কীনা। পুরোপুরি নিঃসন্দেহ না হয়ে বা অন্য কারো মতামত না নিয়ে কাজটা করা ঠিক হবে না ভেবে আর কিছু করিনি। এখানেই দেয়া আপনার পরামর্শমত ভুক্তির আলাপ পাতাতে এবং বাংলাদেশ সম্পর্কীয় টপিক এর নোটিসবোর্ডের আলাপ পাতাতে আমার প্রশ্ন জানিয়েছি। কিন্তু এখনো কারো প্রতিক্রিয়া পাইনি।
এখন, ভুক্তির তথ্যের ব্যাপারে আমার প্রশ্নের ও সন্দেহের কথা জানিয়ে তথ্য মুছে দেয়া যাবে কি ? অথবা, ঐ তথ্য যেমন ছিল তেমনই থাকবে ? অথবা, প্রতিক্রিয়ার ও জবাবের জন্য আরো অপেক্ষা করব কি ? আর এ ধরণের পরিস্থিতিতে উইকিতে ঠিক কী করা হয় ?
আনিসুল হকের 'মা' কি তথ্যসূত্র হিসাবে ব্যবহার করা যাবে ? (না বোধহয় !) জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি' কি তথ্যসূত্র হিসাবে ব্যবহার করা যাবে ?
তথ্য যোগ করার সময় ফরম্যাটিং করতে গিয়ে একটা ভুক্তিতে বড় একটা ফাঁকা জায়গা বানিয়ে ফেলেছি, কীভাবে জানিনা ! এটা আর ঠিকও করতে পারছিনা।
কোনো ভুক্তিতে ক্যাটেগরী যোগ করে কীভাবে? টিউটোরিয়াল দেখে আর অন্য ভুক্তির ফরম্যাটিং দেখে চেষ্টা করেছিলাম। হয়নি ! ঐ ভুক্তির শিরোনাম যথাযথ ক্যাটেগরী পাতাতে নেই বলেই হয়নি বোধহয় ?
অনেক প্রশ্ন করে ফেললাম !
দুঃখিত, এতোদিন মন্তব্যটা চোখে পড়েনি।
উইকির নিয়ম খুব কড়া। তথ্যসূত্র না থাকলে সেই কথা রাখা যাবে না। যেসব কথায় সন্দেহ আছে এবং তথ্যসূত্র নেই, তাদের পাশে {{cn}} ট্যাগটি লাগান। সপ্তাহখানেকের মধ্যে সূত্র না দিলে সেই কথা মুছে দিতে পারেন।
আনিসুল হকের "মা" উপন্যাসটি আসলে তথ্যসূত্র হিসাবে ব্যবহার করা যাবে না।
ক্যাটেগরি যোগের সিস্টেম হলো, আগে ঐ ক্যাটেগরি আছে কি না দেখে নিন। যেমন, http://en.wikipedia.org/wiki/Category:Bangladeshi_writers এটা একটা ক্যাটেগরি। এখন যদি এই ক্যাটেগরি কোথাও যোগ করতে চান, তাহলে নিবন্ধের শেষে [[category:Bangladeshi writers]] এটা যোগ করুন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
মাওলানা মতিউর রহমান নিজামী'র উইকি ভুক্তিতে নিম্নলিখিত তথ্যগুলো যুক্ত হলে মগবাজারীয় ছাগুদের আস্ফালন কিঞ্চিৎ বন্ধ হবে বলে আশা রাখি।
১। মতিউর রহমান নিজামীঃ সভাপতি পাকিস্তান ইসলামী ছাত্রসংঘ

(প্রমাণঃ দৈনিক সংগ্রাম, ১২ আগস্ট, ১৯৭১)
২। মতিউর রহমান নিজামী, পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি হিসেবে পাকিস্তানের অস্তিত্ন টিকিয়ে রাখতে যা বলেছিলেনঃ

(প্রমাণঃ দৈনিক সংগ্রাম, ১৬ আগস্ট, ১৯৭১)
৩। মতিউর রহমান নিজামীঃ বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল. মতিয়ূর রহমান সম্পর্কে যা বলেছেনঃ

(প্রমাণঃ দৈনিক সংগ্রাম, ৪ঠা সেপ্টেম্বর, ১৯৭১)
৪। মতিউর রহমান নিজামী এবং আল-বদর বাহিনীঃ

(প্রমাণঃ দৈনিক সংগ্রাম, ১৪ নভেম্বর, ১৯৭১)
কেউ যদি বলে বদর বাহিনীতে মতিউর রহমান নিজামীর কোনো অবদান ছিলো না, এটা সেই দাবীর প্রেক্ষিতে চাক্ষুস প্রমাণ। তিনি (মতিউর রহমান নিজামী) আলবদর সর্বাধিনায়ক ছিলেন, এবং দৈনিক সংগ্রামের ১৪ নভেম্বরের সংখ্যায় "বদর দিবস পাকিস্তান ও আলবদর" শিরোনামে তিনি এই উপসম্পাদকীয়টি লিখেন। বদর বাহিনী গঠিত হয় পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের ৩১৩জন তরুণকে নিয়ে। আর এই সময় ইসলামী ছাত্র সংঘের সভাপতির পদে আসীন ছিলেন মতিউর রহমান নিজামী।
৫। মতিউর রহমান নিজামী এবং শান্তিকমিটিঃ

(প্রমাণঃ দৈনিক সংগ্রাম, ১৩ এপ্রিল, ১৯৭১)
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগোদা,
অজস্র ধন্যবাদ ধুসর গোধূলি
|
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
উইকিযুদ্ধের সকল কাজের চূড়ান্ত সমন্বয়করণের জন্য "উইকিপিডিয়া:উইকিযুদ্ধ" প্রকল্পটি খোলা হয়েছে, বাংলা উইকিপিডিয়ায়। নিচের লিংকে গেলে পাবেন:
উইকিপিডিয়া:উইকিযুদ্ধ
মুক্তিযুদ্ধের সব নিবন্ধের তালিকা আপডেট হবে যেখানে:
উইকিপিডিয়া:উইকিযুদ্ধ/নিবন্ধের তালিকা
— বিদ্যাকল্পদ্রুম
নতুন মন্তব্য করুন