বিশ্ববিদ্যালয়ের বাসেও চাইলে মাসিক ভিত্তিতে নানা প্রসঙ্গ ধরে আঁকা যেতে পারে। এর ব্যয় ছাত্ররা চাঁদা তুলে যোগাড় করতে পারেন, কিংবা রং-উৎপাদী প্রতিষ্ঠানগুলো বহন করতে পারে। এতে করে রিকশাচিত্রীদের একটা নিয়মিত কর্মসংস্থান হবে, আবার ছবি ঘিরে মাসিক আগ্রহ তৈরি হবে।