Bangla Unicode Setup in Windows PC
Step: 1
Install an Unicode Bangla font. You can download a nice Bangla font from here. Download it and copy that file into Control Panel > Fonts. After copying the font press F5 twice. It will refresh the font list Window.
Restart your browser and go to sachalayatan.com to see if you can see Bangla.
Step: 2
You need to install support for Windows complex script to view complex Asian characters like Bangla. You can download it from here. Run it and install.
Restart your browser and go to sachalayatan.com to see if you can see Bangla.
Step 3
Configure you browser so that it uses your newly installed Bangla Unicode font. This step is no necessary for the most of the cases. Follow this step if you still don't see Bangla using the previous procedures.
You are DONE after browser configuration. The website should look like the following picture:
For more in this issue under different Operating systems, visit this Wikipedia page.
How to write Bangla in Sachalayatan
You can use install Avro (alt) or Avro Portable (alt) to write Bangla in Sachalayatan. However, it is also possible to write Bangla anywhere in Sachalayatan without installing any software in your computer. Just go to any text field of Sachalayatan any follow the instructions below.
(Thanks to Hasib for providing the English translation)
বাংলা সেটআপ
স্টেপ ১:
প্রথমে প্রয়োজন একটি ভালো ইউনিকোড ফন্ট। ফন্ট পাবেন এখানে । ফন্টটি ইন্সটল উইন্ডোজের ফন্ট ফোল্ডারে কপি করে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। তারপর F5 চাপ দিন দুবার। এতে ফন্ট রিফ্রেশ হবে।
ব্রাউজার বন্ধ করে সচলায়তন লোড করে দেখুন সমস্যার সমাধান হয়েছে কিনা।
স্টেপ ২:
বাংলা ঠিক মতো দেখাতে উইন্ডোজে কমপ্লেক্স স্ক্রীপ্ট ইন্সটল করতে হবে। না করা থাকলে, ফায় ...বাংলা সেটআপ
স্টেপ ১:
প্রথমে প্রয়োজন একটি ভালো ইউনিকোড ফন্ট। ফন্ট পাবেন এখানে । ফন্টটি ইন্সটল উইন্ডোজের ফন্ট ফোল্ডারে কপি করে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। তারপর F5 চাপ দিন দুবার। এতে ফন্ট রিফ্রেশ হবে।
ব্রাউজার বন্ধ করে সচলায়তন লোড করে দেখুন সমস্যার সমাধান হয়েছে কিনা।
স্টেপ ২:
বাংলা ঠিক মতো দেখাতে উইন্ডোজে কমপ্লেক্স স্ক্রীপ্ট ইন্সটল করতে হবে। না করা থাকলে, ফায়ারফক্স বা মোজিলা এবং কখনও কখনও ইন্টারনেট এক্সপ্লোরারও সমস্যা করে।
কমপ্লেক্স স্ক্রীপ্ট ইনস্টলার পাবেন এখানে
ব্রাউজার বন্ধ করে সচলায়তন লোড করে দেখুন সমস্যার সমাধান হয়েছে কিনা।
স্টেপ ৩:
এবার আপনার ব্রাউজারকে এই ফন্টটি কে চিনিয়ে দিন বাংলা বর্ণ হিসেবে। এই ধাপটি বর্তমানে খুব জরুরী নয়। উপরের দুটি ধাপ অনুসরন করলেই বাংলা দেখতে সমস্যা হবার কথা নয়।
ব্যস বাংলা সেটাপ হয়ে গেল। এরপর আপনার মোটামুটি নীচের ছবির মতো দেখতে পাওয়া উচিত সচলায়তনকে:
সচলায়তনে বাংলা লিখতে
সচলায়তনে জাভাস্ক্রীপ্ট ব্যবহার করে সহজেই বাংলা লেখা সম্ভব। যে কোন ফীল্ডে গিয়ে শর্টকাট কি প্রেস করুন।
অনেক সময় বাংলা লেখার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাকে অভ্র বাংলা কিবোর্ড টুলটি ব্যবহার করতে বলবো। অভ্র (বিকল্প) অথবা অভ্র পোর্টেবল (বিকল্প) বাংলা কিবোর্ড টুল ডাউনলোড করুন এখান থেকে। এছাড়া একটি অনলাইন লেখনী ও কনভার্টার পাবেন এখান থেকে।
মন্তব্য
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
thik nai. ami bangla setup-er age ai site open koira kicui dehi nai (Bangla-r jaygay). pore english deikha bangla install korci.
ইউনিকোড এনাবল্ড ঠিকি, কিন্তু ব্রাউজার-এ তো উইন্ডোজ এক্সপি-এর Vrinda ফন্ট ব্যবহার করে দেখায়। তাই প্রথমে যে বাংলা লেখাগুলো, সেগুলো দেখা যায়না। স্ক্রল করে নিচে আসলে তবেই ইংরেজি নির্দেশনা চোখে পড়ে।
- রাতুল মিনহাজ
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
I m getting "subscript out of range" runtime error message when trying to download the complex script to get through to new hosting page. Font is not coming even though, i have the bangla font in the fonts menu. this is happening with the new hosting page. before, in the same pc I could see sachalayatan perfectly. Now, the fonts show , but the prefix and post fixes come after the letters and garbelled.
What's the remedy?
আপনি iComplex ব্যবহার করে আপনার পিসি থেকে প্রথমে Complex srcipt remove করে নেন। তারপর আবার ইন্সটল করে নিন। এতে সমস্যা চলে যাওয়ার কথা।
- রাতুল মিনহাজ
help me
i need to write bangla letter on webpage.no need to use database.only selct a unicode based font and disply bangla text on webpage.
এখানে তো অন্য Platform-এর জন্যও instruction থাকা উচিৎ ছিলো। বাংলা নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় আছে বোধ হয় Mac ব্যবহারকারীরা। তাদের সাহায্য করার জন্য কিছু লেখা উচিৎ বলে মনে করছি।
রাইয়ান কবির
Do you guys have anything to help Probashi Bangladeshis to learn Bangla? I'm of Bangladeshi who grew up in America but I need help in improving in my Bangla so I can write in Bangla.
এই পোস্টের লেখাটা আগেই পড়া উচিত ছিল। আমি ubuntu থেকে লগ আউট হয়ে windows-এ ঢুকে রেজিস্ট্রেশন করলাম!!
I'm a poet from India , Specially Kolkata . My book published in Kolkata Press Club. Dr. Najrul Islam ( I.G ) has published my book . Shri Amitava Gupta written the Bhumika in my book. I'm so much interested to published my poems through internet . but after registration in Sachalayatan , it;s not possible to me to write my poems here. plz. help me.
N E 1 Can contact with me only 4 potry purpose.
Amio lekha pthaite chai,pls advice
apatoto nei.
thank you
Unicode ব্যবহার করে BNG Font দ্বারা বাংলা লেখার এই পদ্ধতিটি প্রকাশ করার জন্য সচলায়তন-কে অনেক ধন্যবাদ। Unicode ব্যবহার করে বাংলা পূর্বেও লিখেছি তবে Vrinda Font ব্যবহার করে যা ছিলো আমার দেখা যঘন্যতম Font.
I am having a problem to read and write bangla in Mac OS. Can anyone help?
In trying to translate a Bangla poem, out of desperation I sometimes put a difficult word or phrase in Google. The word I currently can't find a satisfactory meaning for in my several dictionaries is বাঁন্ধা . When I've put this word into Google, I got only several hits, and they are for blogs in www.sachalayatan.com. But it's too difficult for me to translate the sentences in which this word occurs, so I wonder if one of your kind editors or contributors would translate this word for me. I would be very grateful. Thanks--IR
A suitable translation would be "tied" or "fastened".
তাজুল ইমাম
সচলায়তনে সচল হতেপেরে আনন্দিত! এবার ইউনিজয়টা জয় করতে পারলেই িলখতে শুরু করবো। সংশ্লিষ্ঠ সবাইকে শুভেচ্ছা -
তাজুল ইমাম
ami bangla kebabe set up korbo.
সেটাই তো এই পোস্টে বলা আছে। আপনি অনুগ্রহ করে কাউকে অনুরোধ করুন যিনি আপনাকে উপরের স্টেপগুলো অনুযায়ী সেটআপ করে দিতে পারবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
লিনাক্স মিন্ট ৯ ইন্সটল করলাম। সেটায় ক্রোম ব্রাউজার ইন্সটল করে সচলায়তন খুলে দেখি লেখা সব কেমন ছাড়াছাড়া আসে। যেমন, "ছবি" এর জায়গায় আসে "ছ ি ব"। সেটিংসে গিয়ে ফন্ট সেটাপে BNG দিলাম, Default encoding দিলাম Unicode UTF-8। তাও কিছু না। লিনাক্সে পুরাই নতুন। কি করতে হবে কেউ বলতে পারবেন? কোথায় কাকে জিগেস করব বুঝতে না পেরে ভাবলাম এইখানে মন্তব্য দেই।
ফায়ারফক্সে সব ঠিক আসে। কিন্তু ফায়ারফক্সের চাইতে ক্রোম বেশি ভালু পাই কেউ হেল্প করেন, ভাই!
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
alt+ctrl+u চেপে ইউনিঅমুক এ টাইপ করে বড়ই আনন্দ পেলাম জ. কাগু খবর পেলে কি থ্রেট করে আল্লাহই জানে।
সচল হইতে মন্চায়, কেমনে বাংলা লিখব সব প্যাটেন্টের আমলে তাই চিন্তায় ছিলাম, এই পেজটা বড়ই কামের।
এই পোস্টের ইংরেজি অংশটুকু বাংলা অংশের উপরে তুলে দেয়া উত্তম কাজ হবে। যে বাংলা দেখতে পায় না সেই এই পোস্টে ঢুকবে। সুতারাং ইংরেজি অংশটুকু উপরে থাকাই যুক্তিযুক্ত মনে হয়।
ami banglay lekte keno parchi na.
jai hok Lekhun aro hat paka hobe.
এমন একটি সাইট পেযে ভাল লাগছে।
[Write Bangla On Mobile] http://writebangla.com/ এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা ...
নির্ভুল বানানে বাংলা লিখতে কয়েকটি Rules এবং Keymap দেখুন এখান থেকে:
http://writebangla.com/keymap.php
মোবাইলে বাংলা এবং আমাদের এপ্লিকেশনে বাংলা সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান দেখুন এপ্লিকেশনের FAQ পেজে:
http://writebangla.com/faq/index.php
.......
স্ক্রীন শট দেখুনঃ
http://prothom-aloblog.com/img/uploads/a771ef601225905bf0de68382cf18646.jpg
.......
কিভাবে যে কোন মোবাইলে অভ্র ফোনেটিক পদ্ধতিতে বাংলা লিখবেন?
স্টেপ ১ :
"OPERA MINI" বা "UC" বা অন্য কোন ব্রাউজার দিয়ে
http://writebangla.com/
এই লিংক (এপ্লিকেশন) টি তে প্রবেশ করুন...
(যেহেতু OPERA MINI তে বাংলা পড়া যায় তাই সম্ভব হলে অপেরা মিনি ব্যাবহার করুন)
স্টেপ ২ :
এখন ফেসবুক পারমিশন দিতে বলবে...
দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন "এলাউ" দিতে বলবে ফেসবুক...
এলাউ করুন....
(***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,"এলাউ" হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)
স্টেপ ৩ :
"Banglish Input Box" এ ইংরেজি বর্ণে বাংলা ফোনেটিক সিস্টেমে KeyMap অনুযায়ী যা লিখতে চান তা লিখুন (যেমনঃ amar sOnar bangla ami tOmay bhalObasi)...
"Convert Banglish To Bangla" তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন...
.......
স্ক্রীন শট দেখুনঃ
http://prothom-aloblog.com/img/uploads/fbc26e6ef664681c130a01dae0bd8074.jpg
.......
রূপান্তর করা বাংলা লেখা টি "Bangla Output Box" এ চলে আসবে...
(**এখন রূপান্তরিত বাংলা লেখাটি "OPERA MINI" অথবা “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে যেকোন ওয়েব / ওয়াপ সাইটে ব্যাবহার করুন…।।**)
স্টেপ ৪ :
"Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে... আপনি হয়তোবা বাংলার পরিবর্তে "Bangla Output Box" এ "▯▯▯▯▯▯▯▯" এমন কিছু দেখতে পাবেন...
সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না ,আর তাই মোবাইলে ভুল বানান ঠিক করার জন্য ব্যাবহার করুন "Check Spelling Before Post" বাটন টি...
.......
স্ক্রীন শট দেখুনঃ
http://prothom-aloblog.com/img/uploads/d8417c4320c65920c64332addbdde2d0.jpg
.......
এই বাটনে ক্লিক করলে আপনি মোবাইলে "Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন...
স্টেপ ৫ :
সব কিছু ঠিক থাকলে এখন "Post FB Status To Your Wall" এ ক্লিক করুন...
এখন আপনার ওয়ালে বাংলা স্ট্যাটাস আপডেট টি দেখতে পাবেন...
.......
স্ক্রীন শট দেখুনঃ
http://prothom-aloblog.com/img/uploads/cfe33d1aea12de252cc6046174c57f01.jpg
.......
.......
আর "OPERA MINI v6" বা "UC" ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
.......
তারপর ও কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক ফ্যান পেজে যোগ দিন এবং সমস্যা সম্পর্কে আমাদের জানান...
http://www.facebook.com/WriteBanglaViaMobile
I am using windows 7 and so i could not install that script installer in my lappy. I could see most of the bangla writings but still there are somcaes I cant read some of the text and I dont know why? How can I install and run script installer in my lappy??
উইন্ডোজ ৭ এ কোনো স্ক্রীপ্ট ইনস্টল করতে হবে না। বর্ণনা থেকে মনে হচ্ছে আপনি ক্রোম ব্যবহার করছেন। বাক্যের শেষের দাড়ির পর কোনো কোনো ক্ষেত্রে পরের লাইনটা বাক্স বাক্স হয়ে যায়। এটা ক্রোমের একটা বাগ। ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করুন।
আর বাংলা লিখতে সচলায়তনের বক্সে ctl+alt+p চাপল ফোনেটিক কিবোর্ড পাবেন।
Vaiyara Ami Windows xp use korchi.. 0nek kosto kore shikhechi Je kivabe Computer a Bangla dekhte Hoy But Vaiyara ami Bangla Likhte Parchi na!
So Please keu Jodi ektu Bolten kivabe Windows xp Te Bangla Likhbo Facebooker Status a & other Website a Tahole khub upokrito Hotm.. Plzzzz!
নতুন মন্তব্য করুন