নীতিমালা আপডেট: ফেইসবুকে প্রকাশিত লেখার ব্যাপারে সংযুক্তি

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: বুধ, ১২/০৮/২০১৫ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন নীতিমালার দ্বিতীয় ধারায় ফেইসবুকে প্রকাশিত লেখা গুলো সর্ম্পকে নিম্নোক্ত নিয়মটি সংযুক্ত করা হলো।

সংযুক্তি: ফেইসবুক বা একই ধরণের সামাজিক মাধ্যমে পাবলিক অর্থাৎ সবার জন্য উন্মুক্ত বা নির্দিষ্ট গ্রুপে প্রকাশিত লেখাগুলোর ক্ষেত্রে কমিউনিটি ব্লগের রীতি অনুসৃত হবে। প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগতভাবে বা নিজস্ব বন্ধুদের মাঝে প্রকাশিত লেখাগুলোর ক্ষেত্রে ব্যক্তিগত ব্লগের নিয়ম অনুসৃত হবে। সামাজিক মাধ্যমে একটি লেখা তার প্রকাশকালের কোন এক সময় সাময়িকভাবে পাবলিক অর্থাৎ সবার জন্য উন্মুক্ত হয়ে থাকলেও তাকে পাবলিকভাবে প্রকাশিত ধরা হবে।


মন্তব্য

কল্যাণ এর ছবি

ঠিকাছে চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

অতিথি লেখক এর ছবি

তার মানে স্ট্যাটাস ‘পাবলিক’ না হলে তা নতুন লেখা হিসেবে সচলায়তনে পাঠানো যাবে?

দেবদ্যুতি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুম।

ইয়ামেন এর ছবি

ক্ল্যারিফিকেশনটার দরকার ছিল। ধন্যবাদ। এবং সহমত।

--------------------------------------------------------------------------------------------------------------------

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...

নজমুল আলবাব এর ছবি

ঠিকাছে

নীড় সন্ধানী এর ছবি

ঠিকাছে চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

পাবলিক অর্থাৎ সবার জন্য উন্মুক্ত বা নির্দিষ্ট গ্রুপে প্রকাশিত লেখাগুলোর ক্ষেত্রে কমিউনিটি ব্লগের রীতি অনুসৃত হবে।

এর মানে হচ্ছে কোন ফেসবুক গ্রুপে (ওপেন/ক্লোজড/সিক্রেট) প্রকাশিত লেখা সচলে দেয়া যাবে না।

যদি কোনো লেখা সবার জন্য উন্মুক্ত থাকে তাহলে সেটা ইতিমধ্যে প্রকাশিত বিবেচিত হবে।

এর মানে হচ্ছে ফেসবুকের ক্লোজড/সিক্রেট গ্রুপে প্রকাশিত লেখা সচলে দেয়া যাবে।

এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

এই বিবেচনায় গুডরিডসে করা কোন বইয়ের রিভিউ সচলে সরাসরি দেবার উপায় নেই। যদি সেটা সম্পাদনা করেও দেয়া হয় তাহলে কতটুকু সম্পাদনা করা হলো সেটা নিয়ে বিতর্কের অবকাশ থেকে গেলো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নজমুল আলবাব এর ছবি

"ইতিমধ্যে প্রকাশিত বিবেচিত" যেকোন লেখাইতো নিরুৎসাহিত করা হয়।

স্পর্শ এর ছবি

অনেক সময় শুরুতে ক্রুড ধারণা হিসাবে লেখা কোনো ফেসবুক স্ট্যাটাস/বা মন্তব্যকে, সমৃদ্ধ ও সম্পাদনা করে পোস্ট আকারে পাবলিশ করা হয়। যেটা আমার মতে গ্রহণযোগ্য হওয়া উচিত। এই ব্যাপারে নীতিমালাটা স্পষ্ট হলো না।


ইচ্ছার আগুনে জ্বলছি...

নজমুল আলবাব এর ছবি

সমৃদ্ধ করে বা সম্পাদনা করে যদি স্টেটাসটা নতুন লেখায় পরিণত হয়, তখনতো সেটা ভিন্ন কথা। কিন্তু সম্পাদনার পর স্টেটাসটা সেই আগের মতই থাকলো, নতুন কোন ধারণা নিয়ে আসলোনা, সেই ক্ষেত্রে সচলায়তনের অনন্য লেখা ধারণের ইচ্ছাটাই মার খাবে সম্ভবত।

তাৎক্ষণিক দুই লাইনের স্টেটাস, পরে বড় একটা একটা লেখা হয়ে আসলে হয়তো এই নীতিমালার সাথে সাংঘর্ষিক হবে না। এটা নিয়ে কোন কিছু বলার থাকলে নীতিমালায় যুক্ত হতে পারে।

ইদানিং আমার ১/২ টা লেখা তাৎক্ষণিক স্টেটাসের বর্ধিত রূপ। নীতিমালায় ধরলে সেগুলো আটকে যাবে। মন খারাপ

সন্দেশ এর ছবি

গ্রুপের ক্ষেত্রে গ্রুপের সবার জন্য লেখাটি উন্মুক্ত থাকে, এমনকি গ্রুপের সদস্য অথচ বন্ধু নন এমন ব্যক্তিও লেখাটি দেখতে পান। এই কারনে গ্রুপে প্রকাশিত লেখা (গ্রুপের) সবার জন্য উন্মুক্ত ধরা হয়েছে এবং আপনার উল্লেখিত দ্বিতীয় অংশটি নিয়ে বিভ্রান্তির অবকাশ থাকছে না। তথাপি দ্বিতীয় লাইনটি, যেটা নীতিমালার অর্ন্তভুক্ত নয়, এই পোস্ট থেকে সরিয়ে দেয়া হয়েছে।

সচলায়তনে পুনঃপ্রকাশ নিরুৎসাহিত করা হয়। বিশেষ করে ছাপা মাধ্যম বা অনলাইন পত্রিকার বা ব্লগের লেখা যেটা ইতিমধ্যে একটি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে গেছে। সীমিত গোষ্ঠির মধ্যে পূর্ব প্রকাশিত লেখা ও মন্তব্য বৃহত্তর পরিধিতে পৌঁছে দেবার উদ্দেশ্যে পুনঃপ্রকাশের ক্ষেত্রে লেখাটিকে যথেষ্ট পরিমানে পরিমার্জিত বা পরিবর্ধীত হতে হয়। যেহেতু পরিমার্জনা বা পরিবর্ধীনের কোন সাংখ্যিক সীমা বেঁধে দেয়া সম্ভব নয়, তাই এক্ষেত্রে লেখকের বিচার বুদ্ধির উপর নির্ভর করি আমরা। তবে এ ব্যাপারে মডারেটরদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে। লক্ষণীয় যে, এই বক্তব্যটি নিয়ম হিসেবে অর্ন্তভুক্ত নয়।

অতিথি লেখক এর ছবি

সীমিত গোষ্ঠির মধ্যে পূর্ব প্রকাশিত লেখা ও মন্তব্য বৃহত্তর পরিধিতে পৌঁছে দেবার উদ্দেশ্যে পুনঃপ্রকাশের ক্ষেত্রে লেখাটিকে যথেষ্ট পরিমানে পরিমার্জিত বা পরিবর্ধীত হতে হয়। ভালো একটি পয়েন্ট -------
দিন বদলের গান

অতিথি লেখক এর ছবি

ঠিক আছে

অতিথি লেখক এর ছবি

বুঝলাম
দিন বদলের গান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।