বহুদিন বাদে আজ দুপুরে আবারও সত্যজিত রায়ের গণশত্রু দেখলাম। ১৮৮২-তে ইবসেনের An enemy of the People থেকে ১৯৮৯ এর গণশত্রু, সেখান থেকে ২০১৪ এর পৃথিবী। কিছুই বদলায়নি, এটুকু হতাশার। তবে চমকে উঠেছি মতিউর রহমানের চরিত্রে দীপংকরের অভিনয় দেখে। সত্যজিতের পরিচালনা তুলনারহিত।
06/04/2014 - 3:23পূর্বাহ্ন