চুড়ান্ত বদদোয়া থাকলো মোদীর জন্য। আগামী ছয় মাসের মধ্যে রুপির বিপরীতে টাকা সমান সমান হোক। চিনি শিল্প লাভে আসুক।ঢালাওভাবে এয়ারটেল বর্জন করা হোক। দেশি চিনি কেনা আর এয়ারটেল বর্জন করা এই দুটো কাজ করা এখনো খুব কঠিণ না।
একটা চিহ্নিত গণহত্যাকারীকে ভারতবাসি যেভাবে ভোট দিলো। তাতে তারা মোদির কাছে ঠিক কী ‘উন্নয়ন’ চায় সেটা স্পষ্ট। মাঝে একটা পরিসংখ্যান দেখছিলাম, ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা উপার্জন করে যে সব দেশ থেকে সেই তালিকার তিন নম্বরে বাংলাদেশ! বিপরীতে আমরা ওদের থেকে কতটা ইনকাম করি জানা দরকার। অ্যাভারেজ ভারতীয়র ধারণা বাংলাদেশে মানুষ না খেয়ে মরে, আর ওদের দেশে অবৈধভাবে গিয়ে কাজকামধান্দা করে। বাঙালী থেকে অবাঙালী সবার মধ্যেই এই রকম ধারনা।