গত কয়েকদিন ধরে আনন্দবাজার পত্রিকার খেলার পাতায় চোখ রাখলাম। অঘা-মঘা-হোমিও-হরিদাসপাল কতো লোকের স্তব স্তুতি হলো, শুধু সাকিব আল হাসানের নামই অনুপস্থিত। সাকিব যেন কোন অদৃশ্য খেলোয়াড়। প্রতি ম্যাচেই তার কনসিসটেন্ট পরিমিত বোলিং, এবং গত কয়েক ম্যাচের দুর্দান্ত ব্যাটিং- কিছুই তাকে আলাদা খবরে আনতে পারে না। সত্যিই কি পশ্চিমবাংলার সাংবাদিকেরা এতোটা অপেশাদার, বিদ্বেষপূর্ণ? বিস্মিত হলাম... বিরক্তও হলাম।
22/05/2014 - 11:30অপরাহ্ন