ফারুকীকে লইয়া আমরা কী করিব? কাহিনি, আর সংলাপের ব্যাপারে ফাকিবাজি করে করে দেশের সিনেমানাটকের বারোটাবাজিয়েছেন ফারুকী এন্ড কোং। লেখার কথাগুলো ভালো লাগলেও, প্রস্তাবগুলো ফারুকী থেকে আসতেছে বইলা ভরসা পাওয়া যায় না। তার অন্তর্জ্ঞানের কমতি আছে।
29/06/2014 - 6:35পূর্বাহ্ন