নতুন নতুন ইংরেজী চলচ্চিত্র এদেশে মুক্তিপাচ্ছে বাকি বিশ্বের সাথেই। তাতে কি বাংলা চলচ্চিত্রেশিল্পের ক্ষতি হচ্ছে? এর সাথে হিন্দি চলচ্চিত্র মুক্তি দেবার তফাৎ কি কি? হলমালিকরা সম্ভবত নাখোশ হবেন না। এই ঘটনার 'পক্ষে' ও 'বিপক্ষে' কার কী অভিমত?
হলে মুক্তি না পেলে যে হিন্দী সিনেমা দেখা থেমে আছে তা নয়। দেশে পৃথিবীর বিভিন্ন ভাষার চলচ্চিত্র মুক্তি পাক পাশাপাশি হলমালিকদের একটা বাধ্যবাধকতার জায়গা থাকুক যেখানে তাকে প্রতি মাসে অবশ্যই দেশীয় দুইটা মেইনস্ট্রিম চলচ্চিত্র মুক্তি দিতে হবে এবং আটটা শো রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের জন্যে।
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।/
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে/
হার্ডডিস্ক, মেমোরি ও প্রোসেসরে /
যন্ত্রস্থ হৃদয়–মাঝে যদি স্থান পাই!
http://www.bbc.com/future/story/20150122-the-secret-to-immortality