পেপারের টাইপসেটিং লেখকই করে দেয়। ল্যাটেকে, বিনে পয়সায়। পিয়ার রিভিউ করে অন্য কোনো বিজ্ঞানী। বিনে পয়সায়। কাগজে ছাপা জার্নাল কেউ আজ ব্যবহার করে না। অনলাইন থেকে ডাউনলোড করে। হোস্টিং খরচ বাদ দিলে, সেটাও বিনে পয়সায়। তাইলে জার্নালগুলো এত কোটিকোটি টাকা নিয়ে করে কী? পেপারের কপিরাইটও পাবলিশ হবার আগে জার্নালকে ট্রান্সফার করে দিতে হয়। লেখকদের রয়্যালটি দিলেও একটা কথা ছিলো।
15/02/2016 - 6:02পূর্বাহ্ন