"...কালকেই অবসর নিতে পারি..." শুনে উৎপল শুভ্র খুশিতে কীভাবে লালায়িত হয়ে উঠেছিলো সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো।

‘আমি জানতাম, এটা দুই ম্যাচের ব্যাপার’
পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ। অথচ আলোচনায় সেটি ছাপিয়ে আগের দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। যেটিতে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব ও তাঁর নিজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কাল সন্ধ্যায় বেঙ্গালুরুর রিটজ-কার্লটন হোটেলে বাংলাদেশ অধিনায়কের সামনে সেই অপ্রীতিকর প্রশ্নগুলোই তুললেন উৎপল...
23/03/2016 - 7:59পূর্বাহ্ন