'আমরা সবাই মিলে আমাদের দেশটাকে নিজের মাকে খন্ডবিখন্ড করে বিক্রি করার মতো বেচে দিচ্ছি'- এরকম কিছু হা-হুতাশ করে শ্রদ্ধেয় মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলোয় একটা কলাম লিখেছিলেন। সম্প্রতি ড্যাপ ও ডেভেলপারদের ভূমিদস্যুতা প্রসঙ্গে আনিসুল হক তার ‘একটি নিষ্ঠুর কল্পকাহিনী এবং...’ নিবন্ধে সে গল্পটি আবার আমাদের শুনিয়েছিলেন (২৯ শে জুন, প্রথম আলো)। সেখান থেকেই কিছুটা ...