প্রার্থনা

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বিষ্যুদ, ০১/১১/২০০৭ - ৬:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইস্টি কুটুম গেলাস আমার
অমল ফেনায় ভরা
দে সারিয়ে বোধের অসুখ
মেধার তাবৎ জরা।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

'জ্বরা' নাকি 'জরা'? মানে, জ্বর থেকে জ্বরা নাকি অবসন্নতা অর্থে?
ঔদ্ধত্য মার্জনীয় ।

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আহমেদুর রশীদ এর ছবি

ধন্যবাদ হাসান।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুবুল হক এর ছবি

কবি তার কবিতার মানে
নিজে কি জানেন নাকি আর কেউ জানে ?
---- ইকটু রঙ্গ কল্লাম, আপনার কবিত্ব প্রলম্বিত হোক।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

অমিত আহমেদ এর ছবি

এটাও কি 'নীল বিষে শিস্ কাটে ঠোঁট' বই থেকে নেয়া?
পুরো বইটা ই'বই ফরম্যাটে সচলে নিয়ে আসতে পারেন।


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আহমেদুর রশীদ এর ছবি

কেউ জানে না
কেউ জানে না
মন জানে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুব লীলেন এর ছবি

ফেনাওয়ালা গ্লাস মানে তো হালকা খাবার
শক্ত (হার্ড) খাবারের কোনো সন্ধান নেই?

আহমেদুর রশীদ এর ছবি

আছে।
বাজারিবাটু'র প্রচ্ছদের দাঁত গুলো ফেলে দিলে একধরনের
শক্ত খাবার হয়ে যাবে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।