পাঁচ হাজার বছরেরও বেশি পুরানো এক ওৎজি যোদ্ধার ছবি দেখাবো আজ আপনাদের। সম্প্রতি এই যোদ্ধার ছবি প্রথমবারের মতন অন্তর্জালে প্রকাশ করা হয়। ৫৩০০ বছর ধরে এই অতি প্রাচীন যোদ্ধা আলপাইন পর্বতের হিমবাহে আটকা পড়েছিল। পাথর যুগের এই যোদ্ধাকে ১৯৯১ সালে ইটালিয় এক পর্বতারোহীদল আবিষ্কার করে ওৎজ উপত্যকা থেকে যা ইটালি এবং অস্ট্রিয়ার মাঝামাঝি অবস্থিত। এতদিন পর্যন্ত এই প্রাচীন যোদ্ধার দেখার একমাত্র উপায় ছিল ইটালির উত্তরাঞ্চলে অবস্থিত টাইরল জাদুঘরে গিয়ে দেখে আসা। অন্তর্জালে প্রকাশ করার পর অনেকেই দূর থেকে দেখার সাধ মেটাতে পারবেন।
৫৩০০ পুরোনো ওৎজি যোদ্ধা
আবিষ্কৃত হয় ১৯৯১ সালে
ওৎজি যোদ্ধার পা, ধারণা করা হয় তার উপর অতর্কিতে আক্রমণের ফলে মৃত্যু ঘটে
যোদ্ধার মাথার পেছনে তীর লেগে মৃত্যু হয় , ছবিতে মাথার পেছনের অংশ দেখা যাচ্ছে
মাথার পার্শ্বচিত্র, যেখানে দেখতে পারবেন যোদ্ধার কান এখনো অনেক ভাল অবস্থায় আছে
পেলভিস এবং হাড্ডি দেখে মনে হচ্ছে কাঠের তৈরি যেন
ওৎজি যোদ্ধার বাম হাত দেখতে পাচ্ছেন
ছবি এবং তথ্যসূত্রঃ নাইনএমেসেন ডট কম ডট এইউ
মন্তব্য
আমি যা বলতে চাইসিলাম তা উপরের দুইজনের মন্তব্যে বলা হয়ে গেছে
আপনার তো আবার এইসব ছবি দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। বিডিআর ভাইয়ের দৌড় জানা আছে !

------------------------------
--------------------------------------------------------

তবে যাই বলেন, আপনার চেহারা অবশেষে যে দেখতে পারলাম, সেটাই বিরাট আনন্দের ব্যাপার
কথাডা একশত ভাগ সইত্য কইসেন !

-------------------------
--------------------------------------------------------

ভূঁতের বাচ্চা দেখি, তার পূর্বপুরুষের ছবি নিয়ে এসেছে; ভয় পাইনি, তবে কেন জানি মনটা খারাপ হয়ে গিয়েছে।
অসাধারনভাবে সাধারন
অসাধারনভাবে সাধারন
হায় হায় ! এইটা কি কইলেন ভাইয়া ? মন খারাপ হইসে ক্যান ?

---------------------------------
--------------------------------------------------------

ওরে সব্বনাশ!!! আপনার ভুতরাজ্য থেকে ছবি তুলে নিয়ে এলেন নাকি?
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হেঃ হেঃ হেঃ আবার জিগায় !!!

-----------------------------
--------------------------------------------------------
