ভাইকিংদের কথকতা - প্রথম পর্ব

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: সোম, ১৩/০৭/২০০৯ - ৮:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোথা থেকে ভাইকিংরা এসেছিল ?
ভাইকিংরা এসেছিল তিনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ থেকে। সেগুলো হচ্ছে- ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন। ‘ভাইকিং’ শব্দটি এসেছে পুরাতন নরস ভাষা থেকে। ইউরোপের ইতিহাসে ভাইকিংদের খুঁজে পাওয়া যায় খ্রিষ্টপূর্ব ৭০০ থেকে ১১০০ শতাব্দী পর্যন্ত। এই সময়কালের মধ্যে ভাইকিংরা নিজেদের দেশ ছেড়ে অন্যান্য দেশে পাড়ি জমায় যেমন ব্রিটেন অথবা আয়ারল্যান্ড। কিছু ভাইকিংদের অন্যান্য দেশে পাড়ি জমানোর মূল উদ্দেশ্যই ছিল মারামারি এবং লুটতরাজ চালানো। আবার কিছু কিছু ভাইকিং অন্যান্য দেশে পাড়ি জমিয়ে সেখানে কৃষক, বুনন কারিগর অথবা ব্যবসায়ী হিসেবে জীবিকা নির্বাহ করতে শুরু করে।

বৃটেনে ভাইকিংদের আগমণ
বৃটেনের দক্ষিণাঞ্চল, যাকে আমরা আধুনিককালে ইংল্যান্ড হিসেবে চিনি; এংলো-স্যাক্সনরা সেখানে প্রথমে বসতি স্থাপন করেছিল। খ্রিষ্টপূর্ব ৭৮৭ শতাব্দীতে তিনটি ভাইকিংদের জাহাজ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে নোঙ্গর করে। এসব জাহাজকে ‘লংশিপ’ বলা হতো। এরপর ভাইকিংদের সাথে যুদ্ধ হয় এংলো-স্যাক্সনদের। পরবর্তীকালে ভাইকিংদের সাথে এংলো-স্যাক্সনদের অসংখ্য রক্তক্ষয়ী যুদ্ধের এটা শুধু সূত্রপাত ছিল। ভাইকিং হামলাকারীদের ইংরেজরা ‘ডেনস’ বলে ডাকত। তারা ভেবেছিল সব ভাইকিংরাই ডেনমার্ক থেকে আগত। কিন্তু প্রকৃতপক্ষে ভাইকিংরা শুধু ডেনমার্ক থেকেই আসেনি, নরওয়ে এবং সুইডেন থেকেও এসেছিল। নরওয়ে থেকে আগত ভাইকিংদের বলা হতো ‘নরস’; তারা গিয়ে স্কটল্যান্ডে পাড়ি জমায় এবং সেদেশের উত্তরাংশে গিয়ে বসতি স্থাপন করে। ভাইকিংরা ওয়েলসেও হামলা চালিয়েছিল কিন্তু তেমন বেশি সংখ্যক ভাইকিংরা সেখানে বসতি স্থাপন করেনি। বৃটেনে প্রচুর উর্বর ভূমিখণ্ড ছিল কৃষিকাজ করার জন্য। এসব ভূমিখণ্ড ভাইকিংদের আগ্রহী করে তোলে বৃটেনে পাকাপাকিভাবে পরিবার নিয়ে থেকে যাবার জন্য। ডেনমার্ক, নরওয়েতে কৃষিকাজের উপযোগি জমি তেমন ছিলনা সেকালে। থেকে যাওয়া ভাইকিংরা জমির উর্বরতা ব্যবহার করে কৃষিকাজ শুরু করে এসব জমিতে। স্কটল্যান্ডের উত্তরাংশে এবং ইংল্যান্ডের দক্ষিণাংশে ভাইকিংদের আধিপত্য দেখা যায়। আয়ারল্যান্ডের অতি গুরুত্বপূর্ণ শহর ‘ডাবলিন’ ভাইকিংরাই প্রতিষ্ঠা করে।

ভাইকিংদের পারিবারিক জীবন
বেশিরভাগ ভাইকিং পুরুষেরা অত্যন্ত কর্মঠ ছিলেন। যেকোন ধরনের কাজে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যায়। কিছু ভাইকিংরা অন্যদের চাইতে মাটির পাত্র তৈরির কাজে, নৌকা বানানোর কাজে অথবা চামড়ার কাজে বেশি পারদর্শী ছিল। প্রয়োজনের সময় প্রায় সব ভাইকিং পুরুষদেরকেই যুদ্ধে অংশগ্রহণ করতে হতো। ভাইকিং নারীরা রুটি বানানোর কাজে দক্ষ ছিলেন। এছাড়াও তারা ভেড়ার লোম থেকে পোষাক বানানোর কায়দা-কানুন জানতেন। বাসার বাচ্চাদের দেখাশুনা করতেন নারীরাই। ঘরের যাবতীয় রান্নার কাজ এবং পোষাক বানাবার কাজ নারীরাই সম্পাদন করতেন। বেশিরভাব পরিবারে দিনে দুইবেলা খাবার প্রচলন ছিল। নারীরা পুরুষদের মাঝেসাঝে কৃষিকাজেও সাহায্য করে থাকতেন। গরুর দুধ দোয়ানোর কাজ মেয়েদের করতে হতো এবং সেগুলো থেকে পনির বানানোর কাজটাও।

ভাইকিং পরিবারে কোনও ছেলে শিশুর জন্ম হলে তার শেষনামে বাবার নাম জুড়ে দেওয়া হতো। আর মেয়ে শিশুর জন্ম হলে কখনো কখনো হুবহু মায়ের নাম অথবা দাদীর নাম রেখে দেওয়া হতো। ভাইকিং শিশুদের স্কুলে যাবার প্রথা ছিলনা। তারা সাধারণত বাসায় অথবা কর্মক্ষেত্রে তাদের পিতা-মাতাকে সাহায্য করতো। বাসাতেই ভাইকিং শিশুদের ভাইকিংদের ইতিহাস, ধর্ম, আইন এবং ভাইকিংদের নিয়ম-কানুন ইত্যাদি মুখে মুখে শিক্ষা দেওয়া হতো। ভাইকিং শিশুদের ১৫/১৬ বছর হয়ে গেলে তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হতো। আর মেয়েদের জন্য তাদের বাবা স্বামী নির্ধারণ করতো।

(চলবে)

তথ্যসূত্রঃ ইন্টারনেট


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তথ্যসূত্রঃ ইন্টারনেট

কোন কোন সাইট থেকে তথ্য নেয়া, তার লিংক দিলে ভালো হতো না?

____________
অল্পকথা গল্পকথা

ভূঁতের বাচ্চা এর ছবি

কেউ আগ্রহ প্রকাশ করলে আমার দিতে আপত্তি নেই। সত্যি কথা বলতে আমার মনেহয় না কেউ দেওয়া লিঙ্কগুলোতে গিয়ে গুঁতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করবে। আর বেশি লিঙ্ক দিলেও মনেহয় যেন বিশ্ববিদ্যালয়ের জন্য নিবন্ধ লিখছি। লিঙ্কগুলো দিয়ে দিলাম দেখে নিতে পারেন সময় থাকলে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১ম লিঙ্ক
২য় লিঙ্ক
৩য় লিঙ্ক
----------------------------------------------------

--------------------------------------------------------

রাগিব এর ছবি

আর একটু কষ্ট করে এগুলো উইকির ভাইকিং নিবন্ধে যোগ করে দিলে ভবিষ্যতে সবাই এগুলো খুঁজে পাবে সহজে।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ভূঁতের বাচ্চা এর ছবি

আমি আসলে উইকিতে কখনো লিখিনি ভাইয়া। তাই আর দিতে সাহস করিনি। পুরো লেখাটা শেষ হয়ে গেলে দিয়ে দেবার ইচ্ছে আছে। উইকির ভাইকিং পেইজটা খুবই গরীব দেখলাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

------------------------------------------------------

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

হুম! ভাইকিংদের সম্পর্কে জানছি। চলুক।

ভূঁতের বাচ্চা এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ।
---------------------------

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো......
পরবর্তী পর্বে এরিক এবং লেইফ এরিক সম্পর্কে আরো তথ্য চাই।

বিখ্যাত D-DAY এর নর্ম্যান্ডি উপকূল এর নামটিও এসেছে নর্সম্যান থেকে। অর্থাৎ ভাইকিং সাম্রাজ্য বেশ বিস্তৃত ছিলো বটে।

কোথাও পড়েছিলাম, ভাইকিংদের কাউকে যদি গোঁফহীন (Beardless) বলে গালি দেয়া হয়, তাহলে এর বিহিত হতে পারে কেবল সম্মুখ দ্বৈত যুদ্ধে প্রাণহরণের মাধ্যমে।

# ওসিরিস

ভূঁতের বাচ্চা এর ছবি

মনে রাখার চেষ্টা করব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
-------------------------------------------------

--------------------------------------------------------

লীন এর ছবি

পরের পর্ব চাই তাড়াতাড়ি। চলুক

______________________________________
বৃষ্টি ভেজা আকাশ

______________________________________
লীন

ভূঁতের বাচ্চা এর ছবি

লেখার সময় পেলেই দিয়ে দেবো।
তাই চিন্তা করোনা। বেশি দেরি হবেনা আশাকরি। চোখ টিপি
---------------------------------------------

--------------------------------------------------------

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

আপনার লেখাটা ভাল লাগছে।
দেশত্যাগী হবার আগে এদের পেশা কী ছিল একটু জানানো যায়?
পরের কিস্তির অপেক্ষায় থাকলাম

ভূঁতের বাচ্চা এর ছবি

হায় হায় আগে বলবেন না ! তাইলে বৃটেনে ভাইকিংদের নিয়ে আসার আগেই তাদের দেশ থেকে ঘুরে আসা যেতো। হো হো হো
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
--------------------------------------------------------

--------------------------------------------------------

মিনা এর ছবি

বাহ! অনেক কিছু জানতে পারলাম ভাইকিং সম্মন্ধে। পরের লিঙ্ক এর অপেক্ষায় থাকলাম।

ভূঁতের বাচ্চা এর ছবি

পড়েছিস জেনে খুশি হলাম।
-------------------------------------------------------

--------------------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভাইকিং শব্দটা আমার ক্যান জানি খুব স্বপ্নীল আর একই সাথে অ্যাডভান্চারাস লাগে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

তাই নাকি ? বেশ তো, আমার সাথে কোনো ভাইকিং-এর দেখা হলে দাসী হিসেবে তোমার নামটা রেকমেন্ড করা যাবে। গড়াগড়ি দিয়া হাসি =))
----------------------------------------------------------------

--------------------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এরা এইসব কী কয়? ওঁয়া ওঁয়া

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

এরা আবার কি কইবো যাহা সইত্য তাহাই কইসে !
----------------------------------------------------------

--------------------------------------------------------

পরিবর্তনশীল এর ছবি

চলুক
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ভূঁতের বাচ্চা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

ভুত ভাই ....
ভাইকিংদের সম্পর্কে পড়ে মজা পেলাম...
উইকিতে সংযোজন করার অনুরোধ রইল..

(জয়িতা)

ভূঁতের বাচ্চা এর ছবি

পুরোটা ঠিকঠাক মতন লিখতে পারলে উইকিতে দিয়ে দেবার ইচ্ছে আছে।
-------------------------------------------------------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।