নিশিদিন ভরসা রাখিস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রসঙ্গীত
শিল্পী: কলিম শরাফী


নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে
যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে
ওরে মন, হবেই হবে

পাষাণসমান আছে পড়ে
প্রাণ পেয়ে সে উঠবে ওরে
আছে যারা বোবার মতন
তারাও কথা কবেই কবে

সময় হল, সময় হল
যে যার আপন বোঝা তোলো রে
দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে

ঘণ্টা যখন উঠবে বেজে
দেখবি সবাই আসবে সেজে
এক সাথে সব যাত্রী যত
একই রাস্তা লবেই লবে

Nishi din vorsha r...


মন্তব্য

s-s এর ছবি

খু-উ-ব প্রিয় গানটি। খু- উ-ব --------
এটা কার গাওয়া? (কলিম শরাফী?)

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।