• Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).
  • Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

কামরাঙা ছড়া - ২০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ২৩/০৪/২০০৯ - ১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছড়াগুলো লিখি নেহাত মজা করতে। কাউকে কষ্ট দেয়ার লক্ষ্যে নয় একেবারেই। আর তাই সেসব লঘুচিত্তে গ্রহণ করার অনুরোধ রইলো।

দ্বিতীয় ছড়াটি রচিত একটি রুশ কৌতুক থেকে আইডিয়া মেরে দিয়ে খাইছে

এই সিরিজ "শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ" (কপিরাইট: হিমু)।


সেদিন আসিবে কবে

আছেন কিছু নারীবাদী
পারলে দিতেন পুরুষ বাদই –
(যেন) থাকলে পুরুষ অশুদ্ধ হয় মহাভারত-গীতা!
চাওয়া তাদের পূর্ণ হবে
পুরুষ-বড়াই চূর্ণ হবে,
যেদিন থেকে ভাইব্রেটরই পারবে হতে পিতা।


মাথাব্যথা-ব্যাধি

বউ যখনই যুক্তি দেখায়, "রাতের খেলা বন্ধ আজ –
মাথায় আমার ভীষণ ব্যথা!" স্বামীর মাথায় পড়লো বাজ।
সামলে নিয়ে বললো স্বামী
"সতর্ক খুব থাকবো আমি,
মাথা কিছুই টের পাবে না – মাথায় আমার নেই তো কাজ!"


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

হা হা মজাদার হইছে ! দুইখানই ! আপেলযন্ত্রে তারা-দাগানো যায় না, হায়!

১মটার ২য় লাইনে বোধ হয় "পারলে দিতেন পুরুষ বাদই" বলতে চেয়েছেন, না?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ, মনোযোগী পাঠক হাসি
অবশ্যই "পুরুষ বাদই" লিখতে চেয়েছিলাম। ঠিক করে দিলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

হো হো হো হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
দাদা ফাটায়া ফেলসেন হাহাহাহাহাহা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনে, দেখি, খালি গড়াগড়ি দিয়া হাসেন হাসি
মজাই লাগে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জিফরান খালেদ এর ছবি

আমার একদম এমন সন্ন্যাসী পছন্দ। কখনো মন্তব্য করা হয়না, আজকে সবগুলোর জন্যেই করে গেলাম একসাথে।

কেমন আছেন?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হবেন নাকি সন্ন্যাসী? অবশ্য সন্ন্যাসীর সংখ্যাধিক্য পচনশীল প্রক্রিয়ার পত্তনকারী হিসেবে কাজ করে বলেও শোনা যায় চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মহাজনীয়টা উপকারী গড়াগড়ি দিয়া হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

উপকারী? অ্যাঁ
মাইচ্ছে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জটিল...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সহজ কইরা দিমু? খাইছে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

মজা পাইছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মজা পাইলে বুঝি, ঠিকাছে। কারণ সেইটাই তো লক্ষ্য হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- কোনটা থুইয়া কোনটার কথা কই?
তাহাজ্জুদটা পইড়া আসি, পরে কমেন্টামুনে। হাসি

ইরি মোতাব্বির, আঁর অযুর হানি দিছত্তি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

তাহাজ্জুদ পড়া শেষ হয় নাই এখনও? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ভুতুম [অতিথি] এর ছবি

ফাটায়া ফালাইছেন!!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ, ভুতুম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

দুটোই গুল্লি হয়েছে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচলের নব ইমো-রাজকে ধন্যবাদ হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পান্থ রহমান রেজা এর ছবি

জব্বর হইছে। দ্বিতীয়টাই অতি বেশি আমোদ পাইছি।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনেরে, দেখি, বেবাকেই বালক কয়। এইসব পড়ার বয়স আপনের হইসে তো? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s এর ছবি

আমি আদৌ শ্লীলবায়ুগ্রস্ত নই, তারপরেও প্রথম ছড়াটি পড়ে আপনাকে ও ইসব কড়া নারীবাদীদের বিপক্ষীয় একজন কড়া পুরুষবাদী ছাড়া আর কিছু মনে হলোনা। "পিতা" হওয়ানোই কি নারীর শারীরিক সুখের মূল লক্ষ্য?ভাইব্রেটরের সমস্যা কি তার"পিতৃত্ব" না অর্জন করতে পারা? খুব বিরক্ত লাগলো সন্ন্যাসী, সরি। আপনার দ্বিতীয় ছড়াটি যথারীতি দুর্দান্ত।

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

অফলাইনার এর ছবি

একমত।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মতামতের জন্য ধন্যবাদ।
s-s কে লেখা আমার উত্তর দু'টি পড়ে দেখতে অনুরোধ করি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আরে, এতো সিরিয়াস হলে চলবে কী করে? আমার ছড়া আপনাকে কোনওভাবে ক্ষুণ্ণ করে থাকলে দুঃখ প্রকাশ করছি, তবে আপনার বক্তব্য মেনে নিতে পারছি না।

একটু ঠাণ্ডা মাথায় ভেবে দেখতে বলি, "কড়া নারীবাদীদের" সমালোচনা করলেই "কড়া পুরুষবাদী" আখ্যা পেতে হবে? নারীজাতির বাকি প্রতিনিধিদের একটু্ও অবমাননা কি এই ছড়াই করেছি? করে থাকলে কোন শব্দে? কোন ছত্রে? পুরো ছড়াটিই তো "কড়া নারীবাদীদের" নিয়ে লেখা।

"পিতা" হওয়ানোই কি নারীর শারীরিক সুখের মূল লক্ষ্য?ভাইব্রেটরের সমস্যা কি তার"পিতৃত্ব" না অর্জন করতে পারা?

আমার ছড়া পড়ে এমন ধারণা আপনার কেন হলো, তা বোধগম্য হচ্ছে না। আমার ছড়ার কোথায় এমন ভাব নিহিত আছে? আমি যা বলতে চেয়েছি, তা হচ্ছে এই যে, ভাইব্রেটরের পিতা হবার ক্ষমতা থাকলে কড়া নারীবাদীদের কাছে পুরুষদের কোনও প্রয়োজনীয়তাই থাকতো না। এই বক্তব্যে কড়া পুরুষবাদী গন্ধ কীভাবে খুঁজে পেলেন, তা আমার বোধের অতীত।

নারীজাতিকে অপমান করার চিন্তা মাথায় আসে না কখনওই। বরং সচলায়তনে কোন মেয়ের বিরুদ্ধে অপমানজনক কিছু হলে আমি বরাবরই সোচ্চারকণ্ঠ হয়েছি।

আরেকটি কথা বলে শেষ করি। কামরাঙা ছড়ায় মন্তব্য দিতে সংকোচ বোধ করেন বলে এক সচলা আমাকে ব্যক্তিগত মেইলে এই ছড়াটিকেই "ক্লাসিক হয়েছে" বলে জানিয়েছেন। রুচি নিয়ে তাই তর্ক চলে না।

আমার লেখাগুলো লঘুভাবে গ্রহণ করার অনুরোধ করেছিলাম শুরুতে। আবারও করছি।

ভালো থাকবেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s এর ছবি

এই জায়গাটায় খুঁজে পেলাম, পড়ে মনেহয়েছে:ভাইব্রেটর দিয়েই পিতৃত্বের অভাব মেটানো যাবে অর্থাৎকি'না ভাইব্রেটর>পুরুষ অথবা ভাইব্রেটর=পুরুষ হলেই পুরুষ বড়াই তদের চূর্ণ হবে, এই রকম করে কট্টর নারীবাদীদের একটা শিক্ষা হবে। যাউকগা, সিরিয়াসলি নিলে অনেক কিছুই বলতাম, নিলাম না কারণ তর্ক বাড়ানোর কোন দরকার নাই। চরম বিরক্ত হইসি, এই কারণে আপনের গার্লফ্রেন্ডের জন্য আমার এখন হারিকেন দিয়া একটা ভাইব্রেটর খুঁইজা বাইর করন লাগবো হাসি, এবং ত ৎ পরবর্তী সকল আলোচনা গোপনে হবে হাসি, বুইঝেন কিন্তু ... ... গার্লফ্রেন্ড ভাইব্রেটর পাইলে দুই নম্বর ছড়া বইলাও লাভ হবেনা হাসি:

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??[/color]

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কট্টর নারীবাদীদের একটা শিক্ষা হবে।

শিক্ষার কথা কোথায় বললাম? বরং উল্টো পুরুষদের সম্ভাব্য অসহায়তার কথা ভেবে শঙ্কিত হলাম তো!

ব্যাপারটা হলো অনেকটা এরকম: কবি যা ভাবেননি, তা-ও আবিষ্কার করে ফেলেন কবিতার গবেষক ও সমালোচকেরা।

আপনের গার্লফ্রেন্ডের জন্য আমার এখন হারিকেন দিয়া একটা ভাইব্রেটর খুঁইজা বাইর করন লাগবো

মোটে একটা? বাড়িভর্তি সকলের জন্যে একটা টুথব্রাশের মতো? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s এর ছবি

আইচ্ছা , বুঝুমনে, টুথব্রাশ আসুক, তখন দেখুম নে! হাসি

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??[/color]

প্রথম মাল্যবান এর ছবি

আর সেজন্যই সন্ন্যাসী প্রথম লাইনেই পইপই করে বলে দিয়েছেন যা বলার...
বাঙালি কবে যে লঘুচিত্তে গ্রহণ করতে পারবে রসিকতা!

s-s এর ছবি

মাল্যবান আপনি প্রায়ই, আমার আর অন্যের কথার মধ্যে বাম হাত ঢুকান ক্যান? হাসি এইটা আমি এই নিয়ে দ্বিতীয়বার খেয়াল করলাম। এটা কি ট্রলিং?
আমার আর অন্যের আলাপ তদের মধ্যেই থাকতে দেন হাসি, ছাড়ান দ্যান ভাই হাসি

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ প্রথম মাল্যবান

ডিসক্লেইমার দিয়েও বিতর্ক এড়ানো যায় না সব সময়। তবে বিতর্ক মানেই অগ্রহণযোগ্য একটা কিছু, তা তো নয়! শুধু তা গালাগালিতে পরিণত না হলে কোনও অসুবিধেই দেখি না আসলে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট [অতিথি] এর ছবি

যথারীতি সন্ন্যাসীয় চলুক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

লগাইতে আইলসামি ক্যান, বুজতারি না। নাকি টেকনিক্যাল কুনো সমস্যা?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

হু, বেটা লাইনে ফিরছে। দেখি ফর্মে ফিরতে পারে কী না... চিন্তিত

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সন্ন্যাসী এইসব লেখে আর বাউল পড়ে! ভাইবা দ্যাখেন, কী কেইস! হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ নজমুল আলবাব

বেটা লাইনে ফিরছে

বেলাইনে গেসিলাম কবে? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মৃদুল আহমেদ এর ছবি

বহুদিন পর গলা খুলে হাসলাম...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গলা খুলে হাসবার কারণের এতোই সংকট আপনার জীবনে? মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

ছড়া সেরম হৈসে দুইটাই। প্রথমটা পুরা জটিল!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মিয়া, পাবলিকের ছড়ায় কমেন্ট কইরা বেড়ান! নিজে ছড়া দ্যান না ক্যান?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চরম আমোদিত হলাম।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুনে পরম পুলকিত হলাম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অছ্যুৎ বলাই এর ছবি

দুইটাই পুরা সেরম। প্রথমটার একটা স্ট্রেইট ফরোয়ার্ড পালটা (প্যারোডি) হতে পারে এমন:

আছেন কিছু মেল শোভিনিস্ট
পারলে করেন নারী হাপিস
(যেন) থাকলে নারী অশুদ্ধ হয় মহাভারত-গীতা!
চাওয়া তাদের পূর্ণ হবে
নারী-বড়াই চূর্ণ হবে,
যেদিন থেকে ফ্লেশলাইটই পারবে হতে মাতা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নুরুজ্জামান মানিক এর ছবি

অছ্যুৎ বলাই'র প্যারোডিতে উত্তম জাঝা!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ অছ্যুৎ বলাই

ঠিক! ১০০% একমত। ছেলে হোক বা মেয়ে হোক, বাড়াবাড়ির ব্যাপারটিই সমর্থনযোগ্য নয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

২য়টা মুখস্ত করছি সময় আসলে বউরে উদ্ধৃতি দিমু।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খাইসে! উদ্ধৃতিযোগ্য ছড়া লেইখা ফালাইসি? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আহমেদুর রশীদ এর ছবি

ছড়াতো নয় বড়া
নুন-মরিচে মাখা
বড়ার মতো কড়া

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনের কমেন্ট পইড়া আমার যে বড়া খাওয়ার সাধ জাইগা উঠলো! এখন কী করি? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

ব্যস্ততার দরুণ দেরি হয়ে গেল এবারের কামরাঙা পড়তে। তবে, পড়তে গিয়ে মনে হল অনেক কিছুই আমার জন্য "আউট অফ সিলেবাস" প্রশ্নের মত। খাইছে

তবে আফসোস হচ্ছে, সন্ন্যাসীজী কিছু একটা হয়তো ভুল লিখেছিলেন পোস্টে (আসলেই কি?), আর আমি সেটা দেখতে পেলাম না। মন খারাপ 'পুরুষ বাদই' অংশ নিয়ে মন্তব্য পড়ে মনে হল। কথায় আছে না, মহৎ লোকের ভুলই অযোগ্যের সান্ত্বনা? দেঁতো হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কী এমন ব্যস্ততা যে কামরাঙা পড়তে দেরি হয়ে যায়!

পয়েন্ট কামানোর ধান্ধা করছিলেন? লাভ হতো না। বানানে ভুল ছিলো না। ঘোরের মাথায় "পুরুষ বাদই"-র বদলে লিখেছিলাম "পুরুষবাদী"। হতাশ হলেন? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

প্রথম মাল্যবান এর ছবি

ভাই S-S, আপনে দেখি মুখিয়ে আছেন ঝগড়া করার জন্য। ইজি ম্যান, ইজি! বাম হাত ঢোকানো বা ট্রলিং এসবের কোনটাই আমার ইচ্ছে নয়।
যেহেতু সবাই মন্তব্য করছে, তাই আমিও আমার মতামত জানিয়েছি। এটি একটি উন্মুক্ত ব্লগ। কারো কথার পিঠে কথা বলা যাবেনা, তাতো জানতাম না।
এতটা সংবেদনশীল হলে আপনি বরং কোন প্রাইভেট, ক্লোজড, ফোরামে আপনার রাগ, ঝাল, পণ্ডিতি, সব ফলান গিয়ে।

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্তিস্! দেঁতো হাসি

আমার মনে হয়, দ্বিতীয়টা আপনি যতোটা ভালো লিখেছেন, মূল কৌতুকটাও এতোটা মজার না হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অরজিনিয়ালটা না শুইনা/দেইখা/পইড়া/জাইনা রিমেইক নিয়া মাতামাতি বালা না চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

পইড়া হাসতে হাসতে টেবিলের তলে ঢুকে পড়েছি ... গড়াগড়ি দিয়া হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

তারপর?

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমিও জানতে চাই। তারপর? দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

তারপর উঠে বসে একগ্লাস পানি খেলাম চাল্লু

ইশতিয়াক রউফ এর ছবি

দুই "তারপর"-এর মাঝে?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ রায়হান আবীর

আপনের নির্দোষ হাসির ভিন্ন মানে বাইর করতে পাবলিক ঝাঁপায়া পড়সে!
কী সব কাণ্ড!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

হাহহা.... , আমার ১নম্বরটা বেশি মজা লাগছে। জবর হৈছে।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কামান্তিস হৈসে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

শুওয়ায়া দিসেন বস! দেঁতো হাসি
চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কারে? আপনেরে? না অন্য কাউরে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

ছি! খাইছে

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সাইফুল আকবর খান এর ছবি

ইশ্, কী মজা পাইছেন আমাদের টিচারাপা! চোখ টিপি খাইছে

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।