আমি ভয় করব না ভয় করব না

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ২:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রসঙ্গীত


আমি ভয় করব না ভয় করব না
দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না

তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে
তাই ব’লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না

শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে
সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের ’পরে পড়ব না

ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে
বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না

Get this widget | Track details | eSnips Social DNA

ইন্দ্রনীল সেনের কণ্ঠে


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।