খবরে প্রকাশ, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন বাণী দিয়েছেন, ‘তারা বলে ৩০ লক্ষ শহীদ হয়েছে। আমরা জানি না সত্য কী?’ মজার ব্যাপার হল, উনি নন, বরং আমরাই জেনে গেলাম এক মহা সত্য। এবার আমরা সত্যি সত্যি নিঃসন্দেহ হলাম, উনি আসলে কোন দেশের প্রতিনিধিত্ব করেন!!