"আগামী কয়েক বছরের মধ্যে পিকিং সরকার আফিমচাষ বৈধ করে দিলে আমাদের সরকারের প্রধান আয়ের উৎসে টান পড়বে। এই সম্ভাবনার কথা মাথায় রেখে আমাদের এখনই উচিৎ ভারতে চা এর চাষ করা যায় কিনা তা খতিয়ে দেখা। আমার মনে হয় সময়ের সাথে সাথে চা ব্যবসা আমাদের আফিমের একচেটিয়া ব্যবসার মতই উৎপাদনশীল ও তার চেয়েও বেশী নির্ভরযোগ্য আয়ের উৎস হয়ে উঠবে।"
ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হেনরি হার্ডিঞ্জ (১৮৪৪- ১৮৪৮)
10/08/2014 - 10:21পূর্বাহ্ন