'নারীমুক্তি প্রসঙ্গ ও দীর্ঘকাল যাবত চলে আসা আমাদের ধর্মীয় ও মনস্তাত্ত্বিক চিন্তাধারা - পরবর্তী অংশ' এই লেখাটায়তো কোন মন্তব্যই নাই, 'পাঠক প্রিয়' হলো কিভাবে?
@প্রৌঢ় ভাবনাঃ কেন, আপনি জানেন না? সচলায়তন শুধু এই পৃথিবীর না, পরপারের পাঠকদের মতামতও যে ক্যাপচার করতে পারে? তিনারা মানুষের ভাষায় মন্তব্য করতে পারেন না বলে - 'পাঠকপ্রিয়' সেকশনে তাঁদের পছন্দ-অপছন্দ রেকর্ড করা হয়। আমাদের অনেক অশরীরি পাঠক আছেন কিন্তু!