ছাত্র ইউনিয়নের কর্মীর ওপর পুলিশের চড়াও হওয়ার দৃশ্যের ভিডিও করার জন্য খুবই ভালো কোয়ালিটির শোল্ডার মাউন্টেড মোশন স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়েছে দেখলাম। আগে এমনটা দেখিনি। টিভি ক্যামেরাম্যানেরা সাধারণত অনেক ভারি ক্যামেরা ব্যবহার করেন, যেটা এ ধরনের স্ট্যাবিলাইজার দিয়ে ব্যবহার করা যায় না। তারাও ডিএসএলআরের সঙ্গে এই গিয়ারটা ব্যবহার শুরু করলে আগামীতে ছুটোছুটির দৃশ্যগুলো আরো ভালোমতো ধারণ করা সম্ভব হবে।