আমার মনে হয় মশকীরা কিছুদিনের মধ্যেই এই মিউট্যান্টগুলোকে আইডেন্টিফাই করতে শিখে যাবে। এবং এদের সাথে ইয়ে করতে চাবে না।
মশার লাইফ সাইকেল যেহেতু দ্রুত, এই ধরনের সিলেকশনও দ্রুতই ঘটবে। এইসব পদ্ধতি তাই আমার লম্বাদৌড়ে খুব একটা কাজের মনে হয় না।
স্পর্শ ঠিক বলেছো। ধরো ২০% মশা এই মডিফায়েড মশার ফেরোমন পছন্দ করে না। তাদের বাচ্চারাই শুধু বেঁচে যাবে। তাই এক কি দুই জেনারেশনের মধ্যে বেঁচে যাওয়া মশা গুলো আর জেনেটিকালি মডিফায়েড গুলোর কাছে যাবে না।
"Laith Yakob of the London School of Hygiene and Tropical Medicine says the results are impressive but the effect may be temporary, just as it is with chemical spraying, because mosquitoes can move in from elsewhere and those remaining will multiply. So further modelling is needed to optimise the timing and location of releases to reduce and manage the burden of dengue"
এই obvious জিনিসটা কি প্রজেক্ট শুরু করার আগে কারো মাথায় আসলো না ? আশা করি এই লেখায় যা আছে তার চেয়ে বেশি হিসেবনিকেশ করে গবেষকরা কাজটা করেছে।
মশার লাইফ সাইকেল যেহেতু দ্রুত, এই ধরনের সিলেকশনও দ্রুতই ঘটবে। এইসব পদ্ধতি তাই আমার লম্বাদৌড়ে খুব একটা কাজের মনে হয় না।
এই obvious জিনিসটা কি প্রজেক্ট শুরু করার আগে কারো মাথায় আসলো না ? আশা করি এই লেখায় যা আছে তার চেয়ে বেশি হিসেবনিকেশ করে গবেষকরা কাজটা করেছে।