ফিলিস্তিনে দখলকৃত ইসরায়েলি বসতিতে যেসব পণ্য উৎপাদিত হয়, সেগুলোতে লেবেল বসানো বাধ্যতামূলক করেছে ইয়োরোপীয় ইউনিয়ন। আমরাও পাকি পণ্যে একই রকম লেবেল বসানোর দাবি জানাতে পারি। "তিরিশ লক্ষ শহীদের রক্ত আর চার লক্ষ বীরাঙ্গনার অশ্রু অস্বীকার কি আপনি মেনে নিতে পারেন?" বা এ ধরনের কোনো বাক্য মোড়কের গায়ে লেখার ব্যবস্থা করা যেতে পারে।
06/12/2015 - 11:50অপরাহ্ন