আমেরিকার র্নিবাচনে খুব কনটেস্টেড আর ব্রোকারড কনভেনশনের খুব নাম শোনা যাচ্ছে। প্রার্থীরা এককভাবে প্রয়োজনীয় আসন না পেলে ডেলিগেটরা ভোট দিতে পারবেন কনটেস্টেড কনভেনশনে। কিন্তু ব্রোকারড কনভেনশনে পার্টার মাথারা সিদ্ধান্ত চাপিয়ে দেবেন। কিন্তু তাহলে প্রাইমারি নির্বাচন করে কি হলো?
16/03/2016 - 10:20অপরাহ্ন