পিচ্চিপোস্ট ৪: সূর্যক্রান্ত
আপনি জানেন কি, মোগল আমলে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঘর আলোকিত করা হতনা। সন্ধ্যায় ঘরে ঘরে লম্বা মোমবাতি/মশাল জ্বালানো হত দূর্গের এক কোণে ২৪ ঘন্টা জ্বলতে থাকা অগ্নিগির নামক বিশেষভাবে তৈয়ার ভাণ্ডের আগুন হতে। বচ্ছরে একদিন কড়া রোদে বেলা দ্বিপ্রহরে সূর্যের আলোতে সূর্যক্রান্ত নামক চকচকে স্ফটিকপাথর ধরে তার বিপরীতে তুলা ধরত এক চাকর, আর ওমনি দপ করে আগুন ধরে যেত। সেই আগুন সারা বছর অগ্নিগির ভাণ্ডে জ্বালিয়ে রাখা হত সিপাই প্রহরায়।
চন্দ্রকান্ত পাথরও একখান ছিল তবে সেইটা ভিন্ন আলাপ।
14/01/2018 - 12:16পূর্বাহ্ন