বেগে হেরে গেলো উসাইন বল্টু
আবেগে হেরেছে শাবানা
এমন দক্ষ খেলোয়াড় তুমি
খুব বেশি আর পাবা না।
এক্ষণে খায় ভুঁয়ে গড়াগড়ি
পরক্ষণেই হামলা
এই গোল দিয়ে হেসে লুটোপুটি
এই কেঁদে ভরে গামলা।
রূপালি পর্দা দু'ফালি চিরিয়া
বিশ্বকাপের মঞ্চে
কোন সে চিড়িয়া গালি-তালি পায়
সবচেয়ে বেশি, কন'ছে?
02/07/2018 - 10:52অপরাহ্ন