দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগানোর সময় প্রায়শ ফলবন্ত দেশি গাছের চারা না লাগিয়ে দ্রুত বর্ধনশীল কাঠের গাছ বা "ভূপট-অলঙ্কারী কিন্তু প্রতিবেশবৈরী" গাছ লাগানো হয়।
উদ্ভিদবিদ, পাখিবিদ, কীটবিদ ও পরিবেশবিদদের সমন্বয়ে একটি পুস্তিকা কি তৈরি করা যায় না? এটি বিনামূল্যে আন্তর্জালে সরবরাহ করা যেতে পারে, যেটা দেখে বৃক্ষরোপণে উৎসাহী ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থানিক চলকগুলোর প্রেক্ষিতে সঠিক গাছগুলো লাগিয়ে মানুষ ও প্রতিবেশের জন্যে সর্বোত্তম পরিস্থিতি তৈরি করতে পারেন।