ফেসবুকে দেখলাম চট্টগ্রাম মেডিকেল কলেজে একটি অস্থিসংগ্রহ স্থাপন করা হয়েছে। ডাক্তারি পড়তে গেলে আস্ত কঙ্কাল এক সেট লাগে, যেটার দাম নাকি সিন্ডিকেটবাজির কারণে ৩০ থেকে ৪০ হাজার টাকায় গিয়ে ঠেকেছে। বাণিজ্যিক ভিত্তিতে ত্রিমাত্রিক স্ক্যান করে অস্থিসম্ভার ছাপিয়ে নিলে দাম কমে সহনীয় পর্যায়ে আসবে কি? উদ্যোক্তারা ভাবতে পারেন। আইডিয়া কাজে লাগলে আমাকে লাভের ৫% বখরা দিলেই চলবে।