যথারীতি ১ তারিখ থেকে সারাদেশে (কু)কর্মসূচির ঘোষণা দিয়ে রাত দুইটায় হাঁটুর চিকিচ্ছের জন্য থাইল্যান্ড গেছেন কামালুকিল। ধারণা করা যায় বিম্পি তার নেতাপনার স্বপ্নে বাগড়া দিয়েছে। কথা সেইটা না। কথা হল খালেদা জিয়া চিকিচ্ছের জন্য একসময় সৌদি যেতেন। আমরা বুঝতে পারতাম কেন। কিন্তু কামালুকিল ইউরোপ ছেড়ে থাইল্যান্ডে কেন? আমেরিকার অপারেশন কি এখন থাইল্যান্ড থেকে নিয়ন্ত্রিত হয়?
29/09/2018 - 2:02পূর্বাহ্ন