কামালুকিল - বিম্পি/জামাত - রব - মান্না - অন্যান্য খুচরোদের জোটের একটা বৈশিষ্ট্য হল এটা পুরোটাই ব্যাটাচ্ছেলেদের জোট। এদের কোন মিটিঙে কোন নারীর উপস্থিতি দেখলাম না। রবের স্ত্রীর নাম পত্রিকায় দুই একবার এসেছে। এটা রবের জন্য ভাল। মানুষ অন্তত আস্থা রাখতে পারবে যে রবের বাড়ির লোক অন্তত জোটকে ভোট দেবে।
17/10/2018 - 11:03অপরাহ্ন