“কাউকে তেঁতুল হুজুর বলা বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এটাতো পজিটিভ রাজনীতি নয়। এটা নেগেটিভ রাজনীতি। আমাদের জোটের যারা শরিক আছেন এবং আমাদের দলে আছেন। তাদের আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি — এর আগে হেফাজত নিয়ে যে আক্রমণাত্মক কথা বলা হয়েছে, তা থেকে বিরত থাকতে।” - কাদের মহাসচিব।
http://insaf24.com/news/102384