গোলগাছের রস থেকে গুড় হয় যেহেতু, এর পরিকল্পিত চাষ উপকূলীয় বাদা অঞ্চলে বড় কৃষিজ শিল্পের ভরসা হতে পারে। সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা কমানো যেতে পারে, যদি এ ধরনের খামার প্রকল্পে তাদের স্থানান্তর করা যায়। গোলগাছের ফুল থেকে মধু, গাছ থেকে রস আর লাকড়ি আহরণ করা সম্ভব, পাতা দিয়ে ঝুড়ি-মাথাল ইত্যাদি হস্তশিল্পপণ্য বানানো যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করলে বাংলাদেশের দক্ষিণাংশে বড় অঞ্চল বাদাবনে (mangrove) পরিণত হবে, গোলচাষে অভিজ্ঞতা থাকলে সে পরিস্থিতির আংশিক মোকাবেলা করা সম্ভব।