সুগারক্রপের বাংলা শার্করশস্য (শার্কর = শর্করার বিশেষণ-রূপ; তৎসম শর্করা থেকেই পারসিক শকর, জার্মান ৎসুকার আর ইংরেজি শুগার এসেছে)। বিধায়করা এই বিশেষায়িত শব্দগুলোর বাংলা না জানলে বাংলা একাডেমির সাহায্য নিতে পারেন। এমন কাঁচা বিদেশি শব্দে কণ্টকিত আইন দেখতে চাই না।