পাপন বিসিবির জন্য খারাপ লাগে। সাকিব রায় হবার ঠিক আগে আগে বাটহার্ট আন্দোলন করলো টেকাটুকা চেয়ে। পাবলিক সেন্টিমেন্ট দুস্থ্য ও দুবলো ক্রিকেটাররা নিজের কাছে আনলো। ইউনুস ফোনের সাথে চুক্তি করলো। পাপনকে এই রায়ের সামনে দাঁড়িয়ে সাকিবসহ ক্রিকেটারদের "সময়োচিত" আন্দোলন, ইউনুস ফোনের সাথে সাকিবের আলাদা চুক্তি এসব সহ্য করতে হয়েছে। পাপনের যায়গায় আমি হলে সহিংস হয়ে যেতাম।