এ মৌসুমে চক্রপাখ (হেলিকপ্টার) থেকে লোকালয় থেকে দূরে হাতির চারণক্ষেত্রে ধানের মজবুত বস্তা ফেলা যায়। ওপর থেকে পড়লে বস্তা সামান্য ফাটবে, বাকিটা হাতি নিজে ছিঁড়ে নেবে। তাহলে হাতিরও ধান খাওয়া হবে, মানুষের ক্ষেতও বাঁচবে। প্রয়োজনে খড়ের আঁটিও ফেলা যায়, যেহেতু হাতির আঁশ প্রয়োজন।
হাতি কোনো আপদ নয়, সে বনের মালী। হাতি না থাকলে বহু গাছের বীজ বনে ছড়াবে না, বন তার নিজস্ব ছন্দ হারাবে।