রোবোকৌশল নিয়ে যারা কাজ করেন, অতিসংক্রামক রোগে সেবা দিতে রোবো-সেবক (দূরনিয়ন্ত্রিত বা স্বনিয়ন্ত্রিত) তৈরিতে হাত দিন। মহাছোঁয়াচে রোগে সেবা দিতে গিয়ে সেবক-চিকিৎসকরা অনেক ঝুঁকিতে থাকেন, এ কৌশল তাঁদের কাজ সহজ করবে। হয়তো খাটের সাথেই রোবোহাত জুড়ে দেওয়া যাবে? 
              
                  
                          
                        11/03/2020 - 12:43অপরাহ্ন