করোনাভাইরাসের জন্যে প্রযোজ্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী একব্যবহার্য, অর্থাৎ একই জিনিস রোজ পরা যাবে না। এগুলো পরে আজ যারা সম্ভাব্য সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসছেন, তাদের পরদিন নতুন আরেক প্রস্থ সামগ্রী ব্যবহার করার কথা। গতকালের সামগ্রী থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, যেহেতু এ ভাইরাস অজৈব পৃষ্ঠতলেও লম্বা সময় টিকে থাকে। এ সামগ্রীর বর্জন-ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ কিছু ভেবেছে কি?
26/03/2020 - 2:28পূর্বাহ্ন