বইমেলা প্রতিদিন ২৫

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বিষ্যুদ, ২৬/০২/২০০৯ - ১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বইমেলার একটা আলাদা প্রাণশক্তি আছে।
বইমেলা কখনো মচকায় না।
গতকালও এমনটিই হলো।
বইমেলা খুলবে না আশংকাকে পেছনে ফেলে বইমেলা ঠিকই দাঁড়িয়ে থাকলো।
লোকজন কম এসেছে-সে ভিন্ন প্রসঙ্গ।
গতকালের ঘটনায় আমি বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর সদর-অন্দর ভেবে আৎকে উঠলাম। ঔপনিবেশিক ঘুনে ধরা কাঠামো দিয়ে আর কিভাবে,আর কতদিন? একদিকে স্বত:স্ফুর্ত ক্ষোভের বিস্ফোরন আর অন্যদিকে শুধুমাত্র প্রতিশোধ প্রবনতা- রাষ্ট্রের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধই করছে শুধু। জানিনা এই রাত ভোর হবে কবে?


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

জানিনা এই রাত ভোর হবে কবে?

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

শেখ জলিল এর ছবি

সংঘাতে নয়, আশা রাখছি রাজনৈতিক হস্তক্ষেপে ঘটনার যবনিকা হোক।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মাহবুবুল হক এর ছবি

স্বাধীন দেশ, সবাই স্বাধীন, আমরা সবাই রাজা।
.................................................................................................................

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

একজন [অতিথি] এর ছবি

আজকেও কি বইমেলা খোলা থাকবে?

রণদীপম বসু এর ছবি

কোন মন্তব্য নেই...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যদি অন্য একটি সরকার ক্ষমতায় থাকতো এখন।
যদি এটি তত্ত্বাবধায়ক সরকার হতো, কিংবা জোট সরকার তাহলে এতক্ষণ আমরা হয়তো একটা ছোটখাটো যুদ্ধপরিস্থিতির মধ্যে থাকতাম।

বর্তমান সরকার ও সরকারপ্রধানকে জাঝা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সাইফুল আকবর খান এর ছবি

হবে না হয়তো ভোর। কী গহীন এই লজ্জারহিত অন্ধকার!

মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।