বাসবো ভালো

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০০৭ - ৩:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাসবো ভালো
একশোয়েরো অধিক বছর
কথা দিলাম।

পাখির মতো
মুক্ত স্বাধীন
ফুলের মতো
রঙে রঙিন
ঝড়ের মতো
ওলট পালট
নদীর মতো
দু-কূল ভাসা
বাসবো ভালো
কথা দিলাম।

দূর আকাশের
নীলের মতো
বিস্তারিত সবুজ ঘাসের
শয্যা যেমন
তেমন করে বাসবো ভালো
তোমায় আমি
কথা দিলাম।


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

উনার ফোন নম্বরটা একটু দেবেন?
আমরাও গিয়ে কিছু ভালবেসে আসতাম

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অথবা ইমেইল এড্রেস দিলেও চলবে। আমারও ইচ্ছে করছে খুব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তারেক এর ছবি

আমার দরকার নাই। বোঝাই যাচ্ছে অনেক বড় হবেন বয়েসে খাইছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আহমেদুর রশীদ এর ছবি

আমারটা ফুরাক।
উচ্ছিষ্ট কিছু থাকলে বিলাবো নিশ্চিত।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অছ্যুৎ বলাই এর ছবি

পাখির মত মুক্তস্বাধীন ভালোবাসা!
ছন্দের জন্য জাঝা

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মাশীদ এর ছবি

হা হা হা!
কবিতাটা ভাল লাগল খুব। কেমন গান-গান টাইপ। হাসিটা কমেন্ট পড়ার রিঅ্যাকশান।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

Tareq Hasan Khan Nipu এর ছবি

5 !

হাসান মোরশেদ এর ছবি

কবির কবিতার লাইন না হয় পাঠক নিয়ে গেলো,তাই বলে ভালোবাসার জন?

ভালো লাগছে হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

বেশ লাগলো!


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।