৭ মার্চ

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শুক্র, ০৭/০৩/২০০৮ - ১২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কি এক ঘোর লাগা কবিতা...
কি এক নেশা জাগানিয়া উচ্চারণ।
কি এক ভালবাসা খেলা করে
শব্দের পরতে, জেগে ওঠে জনমানুষ...

গতবার লিখেছিলাম। কি লিখেছি জানিনা। এই দিনটা আসলে শরির কেমন চনমনিয়ে উঠে। ঠিক বুঝতে পারিনা, বুঝাতে পারিনা। পুরনো বাড়ি থেকে তুলে এনে এখানে রাখলাম।


মন্তব্য

লুৎফুল আরেফীন এর ছবি

আসলেই তো হাসি

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

অতিথি লেখক এর ছবি

আসলেই !
- খেকশিয়াল

উত্তীও এর ছবি

স্যার ,
কোথায় জানি পড়েছিলাম

কাব্য ভাল , আবার লিখো ।
টাইপিংটা ঠিক রেখ।।

আপনার টাইপ দেখে সেটাই মনে পড়ল।

গতবার লিখেছিলাম। কি লিখেছি জানিনা। আসলে এই দিনটা আসলে শরির কেমন চনমনিয়ে উঠে। ঠিক বুঝতে পারিনা, বুঝাতে পারিনা। পুরনো বাড়ি থেকে তুলে এনে এখানে রাখলাম।

টাইপের একটু যত্ন নিন , ক্ষুদ্র পাঠকদেরও দিন বিশাল আনন্দ।

শুভকামনা

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ।

আপনে কি একটু উত্তেজিত হয়া গেছেন?

ভুল সময়ের মর্মাহত বাউল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।