প্রতিবাদী বুলেটিন ১৩ঃ শেষ হয়ে আসছে প্রতীকি প্রতিবাদের সময়সীমা। মুক্তচিন্তার অধিকার সমুন্নত রাখুন ও নির্ভয়ে নিজের মনের ভাব প্রকাশ

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: সোম, ০৬/০৩/২০০৬ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


মুক্তচিন্তাকে সমুন্নত ও বাধামুক্ত রাখতে অনেক শীর্ষস্থানীয় ব্লগার 5 ও 6 মার্চলেখা বন্ধ রেখে প্রতীকি প্রতিবাদ করেছেন। তাদের অনুপস্থিতিতে কাযত: এই সাইট প্রাণস্পন্দনহীন হয়ে পড়েছিল। এই প্রতিবাদে অনেকে সংহতি প্রকাশ করেছেন। ভিন্ন মন্তব্য পোষণ করে অনেকে তাদের পোস্টিং অব্যাহত রেখেছেন। কিন্তু মুক্তভাবে নিজের মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সবাই ছিলেন সোচ্চার। মত প্রকাশ ও সৃজনশীলতাকে অহেতুক সেনসরশিপের হাত থেকে মুক্ত করার জন্য বাংলা ব্লগিং সাইটে এই অভূতপূর্ব কি-বোর্ড বিরতির সাথে বাংলার স্বাধীনতার 7 মার্চের কাকতালীয় যোগাযোগ ঘটেছে। অথবা একে চিহ্নিত করা যেতে আন্তর্জালে বাংলা লেখার মুক্তির প্রতিবাদের দিন হিসেবে। 7 মার্চ সকালে (বাংলাদেশ সময়ে) আড্ডাবাজ প্রথম লেখা পোস্ট করবেন মুক্তচিন্তার অনুশীলনের উপরে।
চিন্তার মুক্ততা ও তার বাধাহীন প্রকাশের লড়াইয়ে আসুন একতাবদ্ধ হই। নিজের ও অন্যের মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখি। বিতর্কে পিছপা' না হই কিন্তু ব্যক্তিগত আক্রমণ পরিহার করে চলি। আসুন, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হই ও সন্ত্রাসের মাধ্যমে অন্যের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়াকে ধিক্কার জানাই।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।