লক্ষ প্রাণের বিনিময়ে-৩

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: বুধ, ২২/০৩/২০০৬ - ১০:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বগুড়া জেলার করতোয়া নদীর তীবরবতর্ী একটি গ্রামের নাম চেলোপাড়া। একাত্তরের 23-24 এপ্রিল পাক হানাদার বাহিনী চেলোপাড়া, ইছাইদহ, নাড়িওলি ও আকাশতারা গ্রাম আক্রমণ করে প্রায় দেড়শ নিরীহ নারী-পুরুষ, শিশু যুবককে ধরে এনে চেলোপাড়ার শানত্দি নার্সারির পাশে নির্মমভাবে গুলি করে হত্যা করে।

সিলেট জেলার বালাগঞ্জ থানার আদিত্যপুর, দামপাড়া, চাঁনপুর, ইলাশপুর, তাজপুর, মনতলা, বুরুল্লা ও পশ্চিম সিরাজনগরে পাক হানাদার বাহিনী হামলা চালায় একাত্তরের 14 জুন। পাক বাহিনী ও তাদের স্থানীয় দোসররা আদিত্যপুর সরকারি প্রাথমিক স্কুলের নিকটবতর্ী তাজপুর-বালাগঞ্জ সড়কের পাশে 65 জন নিরীহ বাঙালিকে এখানে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

সিরাজগঞ্জ জেলার সদর থানার বাগবাটি ইউনিয়নের হরিনা গোপাল ও বাগকাটিতে পাক হানাদার বাহিনী হামলা চালায় একাত্তরের 31 মে। স্থানীয় রাজাকার ও শানত্দি কমিটির সদস্যরা তাদের সহযোগিতা করে। ঐ দিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যনত্দ এখানে হানাদাররা নির্মমভাবে হত্যা করে 80 জন নিরীহ গ্রামবাসীকে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।