২৬ মার্চঃ চলুন এই দিনটিকে উৎসর্গ করি দেশ ও জাতির জন্য

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: শনি, ২৫/০৩/২০০৬ - ৯:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:


মার্চ মাস আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জল একটি মাস। আর 26 মার্চ হচ্ছে সেই দিন যেখান থেকে বাঙালি জাতি শুরু করেছিলো তার স্বাধীনতার সংগ্রাম। নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও বহুত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমাদের পূর্বসূরিরা ছিনিয়ে এনেছেন মুক্তির সূর্য। আমরা সেই স্বাধীন দেশে মুক্ত আলো-বাতাসে বড় হচ্ছি। উপভোগ করছি স্বাধীন দেশের অপরিসীম সুযোগ-সুবিধা।
আজ 26 মার্চে আসুন আমরা প্রাণ খুলে স্মরণ করি এই দিনটিকে। রোমন্থন করে আরেকবার বুঁকে গেঁথে নেই উদ্দীপনার মন্ত্র। যাতে এই স্বাধীনতার মূল্য গভীরভাবে উপলব্ধি করে আমরা জাতি হিসেবে আরো বেশি সংহত হতে পারি।
স্বাধীনতা দিবসের দিনটিতে আসুন আমরা এখানে সবগুলো লেখা লিখি দেশ, জাতি, স্বাধীনতা ও মুক্তিসংগ্রাম বিষয়ক। হোক তা প্রবন্ধ, হোক তা কবিতা, হোক তা গান, হোক তা স্মৃতিচারণ, হোক তা সিনেমার কথা কিন্তু স্বাধীনতা ও মুক্তির কথাকে চলুন তুলে ধরি আমাদের লেখায়, বিভিন্নআঙ্গিকে।
অন্যান্য দিনতো রইলোই। অন্তত: একটি দিন, একটি দিনকে আমরা উৎসর্গ করি লক্ষ অযুত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে, দেশমাতৃকার পদকমলে। আর বুকের মধ্যে জাগ্রত করে তুলি স্বাধীনতার সেই দীপ্ত তেজ, যা আমাদের জাতিকে দেবে আগামী দিনে মুক্তির ঠিকানা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।