তারেকের নেতৃত্ব মেনে নিতে চাচ্ছেন না বেশকিছু সিনিয়র নেতা অর্ধশত নেতা বিএনপি ছেড়ে যেতে পারেন

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: মঙ্গল, ০৪/০৪/২০০৬ - ৮:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বিএনপির প্রধান নেতৃত্বে তারেক রহমানের আনুষ্ঠানিক অভিষেকের উদ্যোগ মেনে নিতে পারছেন না দলের বেশকিছু সিনিয়র নেতা। নেতৃত্ব এবং আগামী নির্বাচনে মনোনয়ন প্রশ্নে বিএনপিতে গৃহবিবাদ ঘনীভূত হচ্ছে। নির্বাচনে আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া শুরু হলে এক ডজনের বেশি সিনিয়র নেতাসহ প্রায় অর্ধশত নেতা-এমপির একটি গ্রুপ একযোগে বিএনপি ত্যাগ করতে পারেন এমন আশঙ্কা করা হচ্ছে। দলত্যাগের এ ঘটনা আগেও ঘটতে পারে।
একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা মন্ত্রিসভায় স্থান পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। ক্ষমতাসীন দলের কোনো কোনো সিনিয়র নেতা এমন আশঙ্কার কথা স্বীকার করেছেন। তবে এদের মধ্যে কারো কারো মতে, দলত্যাগের বিষয় নিয়ে বিএনপির শঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ দলত্যাগ বা ভাঙন বিএনপিকে কখনোই দুর্বল করতে পারেনি।
গত নির্বাচনে তারেক রহমানের পছন্দের প্রায় 40 জনকে মনোনয়ন দেয়া হয়। এ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের প্রভাব আরো বেড়ে যায়। এর ফলে মন্ত্রিসভায় কমপক্ষে 20 জনকে স্থান দেয়া হয়েছে তারেক রহমানের পছন্দ অনুসারে। এ কারণেই মন্ত্রিসভার আকার অস্বাভাবিক বড় হয়েছে বলে কেউ কেউ মনে করছেন। মন্ত্রিসভা বিশাল আকৃতির হলেও এতে বিএনপি প্রতিষ্ঠাকালীন নেতা কর্নেল অলি আহমেদ, কে এম ওবায়েদুর রহমান, তানভীর আহমেদ সিদ্দিকীসহ প্রায় 10 জন সিনিয়র নেতার স্থান হয়নি। এমনকি, জামায়াত ছাড়া জোটের আর কোনো শরিক দলেরও স্থান হয়নি।
মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় সিনিয়র নেতারা দলীয় কর্মকাণ্ডেও গুরুত্ব পাচ্ছেন না। এ ব্যাপারে স্থায়ী কমিটির এক সদস্য বলেন, গত নির্বাচনের পর থেকে এ পর্যন্ত উপনির্বাচন এবং মহিলা আসনে প্রার্থী বাছাইয়ের জন্য কথিত মনোনয়ন বোর্ডে বসে 'ফটোসেশন' করা ছাড়া দলে আর কোনো কাজে আমাদের ডাকা হয়নি। এ নেতার মতে, সরকারের মেয়াদ যতো শেষ হয়ে আসবে এর বিরুদ্ধে ক্ষোভ ততোই প্রকাশ পেতে থাকবে। এ ক্ষোভই রূপ নেবে বিদ্রোহে। তখন খালেদা জিয়া বা আমাদের আর কিছু করার থাকবে না। উল্লেখ্য, তারেকবিরোধী সিনিয়র নেতাদের ওপর সরকারের বিভিন্ন সংস্থা নজর রাখছে বলে জানা গেছে।

ঃ আলম রায়হান
দৈনিক আমাদের সময়


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।