সুফিবাদ কি ইসলাম?

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: মঙ্গল, ০৪/০৪/২০০৬ - ৮:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সুফি ইজম ইসলামের একটি শাখা হিসেবেই যাত্রা শুরু করেছিলো। কিন্তু আজ সুফিবাদ এতটাই ভিন্নভাবে বিকাশ করেছে যে এর সাথে মূল ইসলামের মিল খুঁজে পেতে হলে আরেক দফা গবেষণা করতে হবে। তাদের চিন্তা-ভাবনা, আচার-আচরণ থেকে শুরু করে ধর্মপালন পর্যন্ত সবকিছুতেই ইসলামের মূলধারার সাথে তৈরি হয়েছে বিরাট ফারাক। কতটা ফারাক? পড়ুন নীচের দশটি সুফি চিন্তা-দর্শন। আর মিলিয়ে নিন আপনার চেনা-পরিচিত ইসলামের সাথে। তারপর ভাবতে শুরু করুন সুফিবাদ কি ইসলাম?

10 Sufi Thoughts

from The Way of Illumination
by Hazrat Inayat Khan

1) There is one God, the Eternal, the Only Being; none else exists save God.

2) There is one Master, the Guiding Spirit of all souls, who constantly leads all followers towards the light.

3) There is one Holy Book, the sacred manuscript of nature, which truly enlightens all readers.

4) There is one Religion, the unswerving progress in the right direction towards the ideal, which fulfils the life's purpose of every soul.

5) There is one Law, the law of Reciprocity, which can be observed by a selfless conscience together with a sense of awakened justice.

6) There is one human Brotherhood, the Brotherhood and Sisterhood which unites the children of earth indiscriminately in the Fatherhood of God.

7) There is one Moral Principle, the love which springs forth from self-denial, and blooms in deeds of beneficence.

চাল্লু There is one Object of Praise, the beauty which uplifts the heart of its worshipper through all aspects from the seen to the unseen.

9) There is one Truth, the true knowledge of our being within and without which is the essence of all wisdom.

10) There is one Path, the annihilation of the false ego in the real, which raises the mortal to immortality and in which resides all perfection.

ছবি: ঘুরে ঘুরে নাচের মাধ্যমে সুফিদের প্রার্থনার বিশেষ ভঙ্গি


মন্তব্য

notime এর ছবি

এমন অনেক সুফী নামধারী আছে বতমানে যারা মুসলমানই নয় .। অনেকে ঘোষণা দেন, অনেকে ঘোষণা দেন না । এনায়েত খানের মত এসব জন্তুরা কি বলল, না বলল তা নিয়ে মাথা ঘামালে এক সময় নিজেই জন্তুতে পরিণত হবেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।