রামছাগলটি দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: সোম, ২২/০৫/২০০৬ - ৯:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও রামছাগলটিকে পাওয়া গেলো না। ছাগলটির মাথার পারা সম্ভবত: নামিয়াছে। এখন বোধহয় সে জাবর কাটিতে কাটিতে ঝিমাইতেছে। রামছাগল বলে কথা। কিন্তু খোঁয়াড়ের বাইরে থাকিলে সে সব খাইয়া সাফা করিয়া দিবে। তাই ইহাকে অবিলম্বে খোঁয়াড়ে ঢুকানো আবশ্যক। কেউ যদি এই রামছাগলকে দেখেন তবে তাকে খোঁয়াড়ের দিকে তাড়া করিয়া নিয়া যাইতে ভুল করিবেন না।

একেতো রামছাগল, তার উপরে তার মাথায় বিভ্রম দেখা দিয়াছে। সে আবোল তাবোল বকিতেছে। তার ছাগলামি দিয়া সে কাহাদেরকে কি করিবে তাহার নাকি একটা তালিকাও টাঙ্গাইয়া দিয়াছে। সেই তালিকায় নাম আছে কিনা তা যাচাই করিয়া অনেকের আত্মাও খোঁয়াড়ছাড়া হইয়া যাইতেছে। সুতরাং রামছাগলটিকে পাওয়া ও তাহাকে খোঁয়াড়ে আনিয়া বাঁধিয়া ফেলাটা জরুরি হইয়া দাঁড়াইয়াছে। এই কার্যে কেউ অলসতা করিবেন না। যত দ্রুত উদ্দেশ্য সাধন হইবে, তত মঙ্গল।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।